আমাদের কথা খুঁজে নিন

   

১৯ জুনের পরে...

আল বিদা

১. এক বাচ্চাকে তার বাবা অফিসে যাওয়াস সময় স্কুলে নামিয়ে দিয়ে গেল। কিন্তু তার মা ঐ বাচ্চাকে আনতে গেলেন স্কুল ছুটির ১ ঘন্টা পরে। কারন তিনি ১৯ জুনের পর সব ঘড়ির কাটা এগিয়ে নেন নি। ২. এবার বলছি খুব কেয়ারিং এক দম্পতির কথা। ভদ্রলোক ১৯ জুন ঘড়ির কাটা ১ ঘন্টা এগিয়ে নিলেন।

তার স্ত্রীও মনে করে ঘড়ির কাটা আরও ১ ঘন্টা এগিয়ে দিলেন। কারন তিনি জানতেন না এবং চেক করেন নি যে ঘড়ির কাটা ভদ্রলোক আগেই এগিয়ে রেখেছেন। ফলাফল এই যে রাত ৪টায় উঠে বাচ্চাদের ঘুম থেকে তুলে গোসল করিয়ে স্কুলের জন্য রেডি করা। ৩. অফিসের জামান সাহেবের শ্বশুড় চাপাই থেকে রাতের বাসে রওয়ানা হয়েছেন। এই বাস ১৯ জুনের আগে ভোর ৬ টায় পৌছাত।

এই ভেবে জামান ১ ঘন্টা পরে ভোর ৭ টায় বাসস্ট্যান্ডে গেল। এবং গিয়ে দেখল তার শ্বশুড় ১ঘন্টা ধরে অপেক্ষা করছেন। জামান ভেবেছিল ঘড়ির কাটা এগিয়ে নেয়াতে বাস ৬টার জায়গায় ৭টায় এসে পৌছাবে! *সবগুলোই আশপাশের মানুষের বাস্তব অভিজ্ঞতার কথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।