যতই ভাবি,
হারিয়ে যাবো, দূর বহুদুর পথের শেষে।
ততই যে তুই,
বাড়িয়ে দুহাত, আগলে দাড়াস সামনে এসে।
যতই আমার,
বাঁকা কথায় বিষের বাণে বিঁধিয়ে থাকিস,
ততই যেতোর,
অম্লান ভালোবাসার দানে অবুঝ-হৃদয় ভরিয়ে রাখিস।
কি করি
এই তুইটাকে নিয়ে এইটা তো আমি?
তুই যে
আমার সবার সেরা অমূল্য এক রত্ন দামী।
তোকে ছাড়া,
দিন আসে এক সূর্য্য মলিন আঁধারঘেরা,
তোকে ছাড়া,
রাত্রী নামে জোছনা বিহীন, অমানিশা দুঃখভরা।
না থাকলে তুই,
দিন কাঁটেনা, হয়না কোনোই কাব্য লেখা,
না দেখলে তোকে,
বিনিদ্র রাত, হয়না কোনোই স্বপ্ন দেখা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।