আমাদের কথা খুঁজে নিন

   

ইদুর-বেড়ালের কথোপকথন

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো হ্যালো হ্যালো কে তুমি? কাকে চাই? বলো, বলে ফেল। আমি মাও হুলো ক্যাট, ইদুর কে চাই জরুরী আলাপ আছে, তুমি কে হে ভাই? আমি ই ইদুর তবে.... কথা হল এই..... আমি গেছি মার্কেটে, বাড়ীতে নেই ক্রিং ক্রিং টেলিফোন শোন হে ইঁদুর শুনবনা শুনবনা দূর দূর দূর। অনেক ছোট কালে কবিতা টা পড়ে ছিলাম। খুব ভাল লাগে। এখন ও মনে পড়লে মনে মনে পড়ি আর হাসি " আমি গেছি মার্কেটে বাড়ীতে নেই" কত বো ইদুর, আর বোকা বেড়াল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।