আমাদের কথা খুঁজে নিন

   

মা,আমরা পারিনি । আমি সত্য বলছি,আমরা পারিনি । আমায় খ্ষমা কর মা ।

facebook/humayun.torab আমরা পারিনি মা, আমরা আজও পারিনি । অনেক সময় চলে গেছে তবুও পারিনি । তোমার বুক রাঙগিয়েছি রুধিরে, তোমাকে নিয়ে খেলেছি পুতুল খেলা । তোমার বুকে তোমার সন্তান কে করেছি খুন । তোমার সন্তান কে নিয়ে বেচেছি খোলা হাটে ।

তোমার আচোল টুকু কেড়ে নিয়েছি গায়ের জোরে , তোমার বুকে ঝুলিয়েছি ফেলানির লাশ, বিশ্বজিতকে কেটে করেছি টুকরো টুকরো । মা,আমরা পারিনি । আমি সত্য বলছি,আমরা পারিনি । ৪১ পেরিয়ে ৪২ এ পা রাখলেও আমরা পারিনি । তোমাকে নিয়ে ব্যাবসা করতে আমরা ভুলিনি ।

তোমাকে আমরা আঘাত করতে একটুকু ভাবিনি । তোমার সন্তানের ঘাম ঝরা টাকা চুরি করতে আমরা পারিনি । পারিনি তোমার পদ্মার উপরে বৃজ বানাতে । মা,আমরা পারিনি । আমি সত্য বলছি,আমরা পারিনি ।

তোমাকে কাদাতে আমরা একবারো ভাবিনি । তোমার কন্যা সন্তান কে ধর্ষন করতে আমরা ভাবিনি, মা,তোমাকে যারা সমভ্রম হারা করেছে তাদেরও বিচার করতে আমরা পারিনি । ৭১ এ যারা তোমাকে সমভ্রম হারা করেছিলো, তাদের সাথে আতাত করে, আবারো তোমাকে সমভ্রম হারা করেছে একদল লোক । আমাদের খ্ষমা করো মা, মা,আজ তোমার জন্যে শাহবাগে দারিয়েছি আমরা, তোমার সমভ্রমের বিচার চাই, ৪২ বছর কিছু করতে পারিনি মা। তাই,আজ বলতে বাধ্য হচ্ছি মা, আমরা তোমাকে ভালোবাসতে পারিনি মা।

মা,আমরা পারিনি । আমি সত্য বলছি,আমরা পারিনি । আমায় খ্ষমা কর মা ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।