আশা নিয়ে বেঁচে আছি
আমি অনলাইনে আয়ের লাইন খুঁজছি। এ বিষয়ে আমি মারাত্বক রকমের ইন্টারেষ্টেড।
বর্তমানে একটা captcha entry-এর কাজ করছি। এই কাজ করে Leberty reserve-এ কিছু টাকাও জমাইছি। কিন্তু সমস্যা হল আমার LR একাউন্ট থেকে টাকা আনার লাইন বুঝতেছি না।
LR থেকে সরাসরি টাকা withdrew করা যায় না। এজন্য অন্য একটি Money exchanger এর সাহায্য নিতে হয়। LR এর অথরাইজড Money exchanger হল ebuy-gold এবং ওরা সরাসরি Western union এর মাধ্যমে টাকা দেয়। ওইখানেও আমার একাউন্ট আছে। কিন্তু সমস্যা হল LR থেকে ebuy-gold-এ balance transfer কিভাবে করব বুঝতেছিনা।
এবং ebuy-gold থেকে Western union এর মাধ্যমে কিভাবে balance withdrew করব তাও বুঝতেছিনা।
কেউ যদি এ বিষয়ে জেনে থাকেন please সাহায্য করুন। e-mail এর মাধ্যমেও যোগাযোগ করতে পারনে।
আমার e-mail address :
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।