একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর সহায়ক রাজাকার-আলবদর বাহিনীর সদস্যদের বাইরেও যেসব ব্যক্তি অপরাধ করেছে তাদেরকেও যুদ্ধাপরাধ বিচারের আওতায় আনার প্রস্তাব করে সংশ্লিস্ট আইনটি সংশোধনের সুপারিশ করেছে আইন কমিশন। কমিশনের চেয়ারম্যান বিচারপতি আব্দুর রশীদ এই তথ্য জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আইনের এরকম আংশিক সংশোধনের সুপারিশ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
গত ১৩ মে আইন মন্ত্রণালয়ের কাছ থেকে ’৭৩-এর আন্তর্জাতিক অপরাধ আইনের উপর সুপারিশ চেয়ে একটি চিঠি পাঠানো হয় আইন কমিশনে। এরপর ৩৩টি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে আইনটির উপর মতামত চেয়ে পাঠায় কমিশন। তাদের কাছ থেকে পাওয়া সুপারিশ পর্যালোচনা করে কমিশন তার প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠায় গত বুধবার।
কমিশন চেয়ারম্যান জানান, মামলার কাজ শুরুর পর কোনো স্তরে যেন কার্যক্রম বাঁধা না পায় সেদিকে নজর রাখাসহ ৩টি নির্দিষ্ট সুপারিশ করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ আইনের ৩ নম্বর ধারায় আছে, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করেছে এমন সশস্ত্র, প্রতিরক্ষা ও তাদের সহায়ক বাহিনীর সদস্যরা বিচারের আওতায় আসবে। আইন কমিশন সুপারিশ করেছে, এর সঙ্গে যুক্ত হবে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করেছে এমন যে কোন ব্যক্তি।
আইনটিতে ট্রাইব্যুনাল সম্পর্কে বলা আছে, সরকার এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে, যার প্রতিটির দায়িত্বে থাকবেন একজন করে চেয়ারম্যান । আইন কমিশন সুপারিশ করেছে একটি ট্রাইব্যুনালের অধীন একাধিক বেঞ্চ থাকবে।
প্রতিটি বেঞ্চ স্বাধীন হবে এবং জবাবদিহি করবে শুধু ট্রাইব্যুনালের কাছে। বিদ্যমান আইনে আপিল সম্পর্কে যেখানে বলা আছে, দণ্ডপ্রাপ্ত যে কেউ আপিল করতে পারবে, সেখানে আইন কমিশন সুপারিশ করেছে মামলা চলাকালে কোন অবস্থায়ই তা স্থগিত করা যাবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।