আমাদের কথা খুঁজে নিন

   

দিন বদলের হাওয়ার দোলে

আহসান জামান

কবেই বদলে গেছে পথ, চেতনার সিঁড়ি বেয়ে উড়ে গেছে কবেকার অদম্য সময়ের হাড়; অপেক্ষার প্রজাপতি চোখে তার ক্ষয়, জলছবি ভাসে। খিলখোলা দরজায়, পর্দার ভাঁজে ভাঁজে গেঁথে আছে বেদনার ম্লান রংয়ের হাসি; ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে জড়ো করে বয়সের মেদ। স্মৃতির গাড়ী চড়ে উদাসীন ব্যথিত অনল স্নায়ুতে জমেছে ধ্বস, অন্ধকারের শ্লোক গাঁথা বিষণ্ন রাত। কবেই বদলে গেছে আশপাশ, গ্লাস উপচে বেড়ে ওঠে সভ্যতা; নগরী হাঁটছে শিশুর এলোমেলো পায়ে। চারিদিকে দিন বদলের হাওয়ার দোল, হৈ চৈ ক্রমশঃ টের পাই রাতজাগা পাখির ক্রোন্দন। ০৬/২৫/২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।