তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে...
আজ এই অবসরে,
তারে খুব মনে পড়ে।
দুচোখে অশ্রু ঝরে,
মুছে নেই বারবারে।
জানি- সে নেই সুখে,
আমাকে রেখে দুখে।
শহরের পথে পথে
হেঁটেছি এক সাথে...
আজ সব মনে পড়ে...
তার সম্মোহনী আহ্বানে,
ঝড় উঠেছিলো এই মনে।
হাত দুটো সামনে মেলে,
ছুটে গিয়েছিলাম সব ভুলে।
কেনো যে আজ-
সে অনেক দূরে...
আজ খুব একাকি,
বই খুলে বসে থাকি।
মনটা কাঁদে সারাক্ষণ
বুঝেও বুঝেনা তা কোনজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।