আমাদের কথা খুঁজে নিন

   

অ-শিরোনামে শৈশব



আগে পেন্সিল খাওয়ার খুব বাজে একটা অভ্যাস ছিলো। আগাহীন পেন্সিল, মানে যেসব পেন্সিলের মাথায় ইরেজার লাগানো থাকতনা, সেগুলো পছন্দের খাদ্য তালিকায় ছিলো। কলম ও খেতাম, তবে কিনা কলমটা হচ্ছে একটু শক্ত, পেন্সিল সে তুলনায় নরম, সহজে তাই কামড় বসানো যেত। ছোটবেলার স্মৃতিগুলো সুন্দর ছিলো, সব যে সুন্দর ছিল তা বলছিনা। একটা সময় আমার খুব খারাপ কেটেছে, আলাদা বৃত্তে বাস করেছি।

এজন্য কাউকে এ মূহুর্তে দায়ী করছিনা। নিজেই হয়তো নিজের পরিধি টেনে নিয়েছিলাম । ভাগ্যক্রমে অবচেতন মনে বৃত্তের ব্যাসার্ধ টা বড় করে এঁকেছিলাম, একাকী জীবনটাকে বরণ করে নিতে এই লম্বা ব্যাসার্ধে তাই একা একা ছুটে বেড়িয়েছি। অনেককাল পর, জনশূণ্য প্রান্তে এসে দুএকজন অবাক হয়ে বলে -বৃত্ত! এত বড় জায়গায় একা তুমি?আমাদের সাথে ছুটোছুটি খেলবে? এখন আর আগের মত দৌড়াই না। ওদের কথা শুনে আমার বড্ড হাসি পায়।

খেলাটার নাম দৌড়াদৌড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।