আমাদের কথা খুঁজে নিন

   

‘আর কতো বছর বয়স হলে বয়স্ক ভাতা পামু’ দেবিদ্বারে ১টি বয়স্কভাতা কার্ডের জন্য জয়নালের ৫ বছর অপেক্ষা

সত্যের পথে সবসময়

আক্তার হোসেন, দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতাঃ জয়নাল আবেদীন, বয়স ৭৫। দেবিদ্বার পৌর এলাকার বিজলী পাঞ্জার গ্রামের হতদরিদ্র ওই ব্যক্তি একটি বয়স্ক ভাতা কার্ডের জন্য দীর্ঘ ৫ বছর যাবৎ স্থানীয় কমিশনাদের কাছে অনেক অনুরোধ করলেও তাতে সাড়া মিলেনি। গত বছর স্থানীয় এক ব্যক্তি একটি বয়স্ক ভাতা কার্ডের জন্য টাকা চাইলে তা দিতে না পারায় তার ভাগ্যে কার্ড মিলেনি। স্থানীয় লোকজন জানান অতি দরিদ্র জয়নাল আবেদীনের স্ত্রী নেই, ২ ছেলে ,২ মেয়ে থাকলেও মাঝে মধ্যে এসে খোজ খবর নেয়া ছাড়া আর কিছুই করেনা। এলাকাবাসীর সহায়তায় চরম দারিদ্রতার সাথে লড়াই করে কোন রকম বেঁচে আছেন ওই ব্যক্তি।

জয়নাল আবেদীন তার ছোট্ট একটি ঘরের পাশে শাক সবজি চাষ করে। ওই শাক সবজি মানুষের বাড়ী বাড়ী গিয়ে বিক্রি করে কোন রকম জিবিকা নির্বাহ করছে। শুধু কাজই করেন না এই ৭৫ বছর বয়সী জয়নাল, নিজের খাবার নিজেকেই রান্না করতে হয়। এখন একটি বয়স্কভাতা তার বেঁচে থাকার জন্য খুব সহায়ক হবে। জয়নাল আবেদীন জানান ‘একটি কার্ডের জন্য কমিশনার থেকে শুরু করে অনেকের পায়ে ধরেছি,কিন্তু টাকা দিতে না পারায় আমার ভাগ্যে কার্ড জুটেনি, আমার নাকি বয়স হয়নি, কতো বছর বয়স হলে আমি বয়স্ক ভাতা পামু তা আমি প্রশাসনের নিকট জানতে চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।