আমাদের কথা খুঁজে নিন

   

এতটুকুই-ব্যাস!

বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............

কাল সারারাত এক ফোটা ঘুম হয়নি আজ তোমার সাথে কথা হবে দেখা হবে, এই ভেবে অন্যথায়? নিঝুম রাতে স্পর্শ অনুভব করবে আমার এতটুকুই ব্যস! পুর্বাকাশের সুর্যের আভায় রাঙ্গা হবে তোমার ঠোট পরান ভরে দেখবো তোমায় তোমার তরে হিমু হবো জেলখানায় পাড় করব দুই’শ যুগ! শুধু তোমায় পাবার আশায়। কাজল ভরা তোমার চোখ সাগড়ে ডুবে মরব আমি ঘন কালো চুলে তোমার পালিয়ে থাকবো রাতভর! তোমার ফিনফিনে ওড়না দিয়ে তুলতে চাইলেও আবার ঝাপিয়ে পড়ব। স্নান হবে; দুগ্ধস্নান চোখাচোখি হবে সারাদিন-সারারাত তুমি ভুলে যাবে ক্যম্পাসে যেতে হবে, বিকেলের প্রাইভেট একটি সুখের স্বপ্ন রচনা হবে এতটুকুই স্বপ্ন শুধু! এতটুকুই-ব্যাস!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।