আমাদের কথা খুঁজে নিন

   

সময় যখন বিকেল চারটা : পল্টন থেকে দৈনিক বাংলা

জন্মের প্রয়োজনে ছোট ছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি এক অভ’তপূর্ব দৃষ্যের অবতারনা হল কিছুক্ষন আগে পল্টন থেকে দৈনিক বাংলার মোড় পর্যন্ত। পুরো রাস্তার দুপাশে হাতে হাত ধরে দাড়িয়ে থাকল আশ পাশের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, ফুটপাথের বিক্রেতা সহ পথচারী সকলেই। আমি একটি বেসরকারী ব্যাংকে কর্মরত আছি। ৪ টা বাজার কিছুক্ষন আগে টুপ করে নিচে নেমে পড়লাম। কিছুক্ষন পর দেখি ব্যাংকের সকলেই আস্তে আস্তে নিচে চলে আসছে।

কাউকে ডাকতে হয়নি, বলতে হয়নি, অনুরোধ করতে হয়নি। স্বতস্ফুর্ত ভাবে সকলে এসে পড়ল। এমনকি ব্যাংকের প্রধান নির্বাহী (এমডি) তার ফ্লোরে এসে দাড়িয়ে থাকলেন পুরোটা সময় জুড়ে। কি অদ্ভুত লাগলো। যেনো হ্যামিলনের বাঁশিওয়ালা তার বাঁশি বাজিয়ে গেল।

আর তারই সুরে সকলে ছুটে চলছে। এমন সহবস্থান, এমন সংহতি কে কবে কোন কালে দেখেছিল সেই ১৯৭১ সাল এর পরে?? তারুন্যের জয় হউক। জয় হউক আন্দোলন। উপরে যাক রাজাকারের দুষিত রক্ত এই বাংলাদেশ এর বুক থেকে। জয় বাংলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।