আমি মানুষ, শুধু নারী নই,এই বোধ জাগাতে চাই সব নারীর ভেতরে।
কোন এক অজানার
বাঁশী শুনি মনে-
কি এক অদ্ভুত খেলায়
মেতে আছে মন
অজানাকে জানার
অদেখাকে দেখার
তীব্র বাসনায়।
ভাললাগার মোহচ্ছটায়
পোড়ে ভাঙা হৃদয়-
কার যেন শ্বাস
ওঠানামা করে
কার যেন স্বপ্ন তন্দ্রালু মন
ছায়া খোঁজে অশ্মথ তলে।
অজানা তবু থেকে যায় অজানায়
অদেখা সুদূর দূর-
নিঃশব্দের কোলাহলে
হারায় সময়
বাজির এ খেলায়।
আমি কান পাতি-
যেন অজানার বাঁশী
আমাকে জাগায়-
আমাকে ভাবায়
আমাকে তাড়ায়
এই সব জন্জাল-
আর অন্ধকার থেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।