আমাদের কথা খুঁজে নিন

   

যা যা প্রলাপ শুনলাম এই কয়দিনে.....

চুরি হল স্বপ্নভুমি, আমার মাঝে শুধুই তুমি। ৭ দিন ধইরা দিনের বেলা শাহবাগে গলা ফাতাইতাসি আর রাইতে এলাকায় ফিরা আইসা যেসব প্রলাপ শুনি তার কিছু নমুনা দিলাম দেখেন....... -> বদ পলাপাইন ঝামেলা পাকানের তালে আছে -> এইটা তো নাস্তিকদের আন্দোলন ->পুরাইইইই আওয়ামিলীগ জড়িত এই আন্দোলনে -> ৫০-৬০ জন মানুষ গেসে, আর মিডিয়া বানায় দিসে হাজার হাজার -> আরে মিয়া!! এইটা তো আসলে জামাত-শিবিরই করাইতেছে। দেশে ঝামেলা পাকাইবার জন্য -> মেয়েগুলা সব পতিতা। কি করে না করে, খুবইইই খারাপ -> সব বেধর্মীগুলা মুমবাত্তি জালাইয়া পূজা করে -> জুম্মার নামায না পইড়া গুলতানি করে সেইখানে -> আওয়ামীলীগ তো ২০০ টেকা কইরা দিসে এইখানে আসার জন্য -> খাইয়া কাম কাজ পায়না, আইসে আন্দোলন করতে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি... ওরে পাগলা, এত চুক্লানি থাকলে দাউদ-একজিমা-বিখাউজ এর মলম কিনতে পাওয়া যায় ১০ টেকা দিয়া, প্লিজ, হেল্প ইওরসেলফ! আর তাও কিনতে না চাইলে, নিজ দায়িত্ত্বে "চুলকে নে" রায় নিয়ে চুদুর বুদুর চলবে না চলবে না... (লেখার কিছুটা ধার করা) নিচের ছবিটা দেখেন! আমরা আন্দোলনকারিরা নাকি নাস্তিক! রাজাকারের বাচ্চারা এদের দেখে কি বলবে? বলবে এরাও নাস্তিক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।