০০০০০০০
আমি খুবই আনন্দিত হলাম এই জন্য যে, অবশেষে আমি কিনা সেফ জোনে আসতে পারছি !!!
পুরা ৩ সপ্তাহ ৫ দিন পর আমি নিরাপদ হিসেবে সার্টফিকেট পেলাম...............ধন্যবাদ সাহোইন।
শুরুতেই একটি ছোট গল্প............
ঘটনাটা বেশ কিছুদিন আগের, বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে। দুই যুবক (বন্ধু সম্ভবত) ধীরে হেঁটে সিড়ির দিকে যাচ্ছিলো। পরনে ছিলো মিনি টি শার্ট আর কোমর ঢোলা জিন্স বেল্ট ছাড়া ! ওরা সিড়ির দিকেই যাচ্ছিলো।
ঠিক একই সময় বিপরীত দিক থেকে এক কিশোর বাইরে বেরিয়ে যাবার উদ্দ্যেশ্যে আসছিল এবং ঐ দুই যুবককে ক্রস করার আগ মুহুর্তে পিচ্ছিল টাইলসে স্লিপ করে পরে যাবার সময় ওদের একজনের উরুর ওপর পড়ে সম্ববত প্যান্টটা চেপে ধরেছিলো.............
তারপর যা হবার তাই হলো, যুবকের প্যান্টটা কোমর থেকে খুলে পায়ে এসে থামলো।
আর ঐ মুহুর্তে সকলের দৃষ্টি ওদের দিকে, হাসাহাসির রোল পড়ে গেলো। অতঃপর যুবক তার প্যান্ট তাড়াতাড়ি পরে নিয়ে ক্যাপসুল লিফটের দিকে হাঁটা দেয়..............আপাতত এই পর্যন্তই।
আর একটি কথা বলতে ভুলে গেছি, যুবকের অন্তর্বাস পরনে ছিলো।
পরামর্শ : আপনি ঢোলা প্যান্ট পরুন কোন অসুবিধা নাই, তবে ধোলা কোমর প্যান্টের সাথে বেল্ট থাকাটা জরুরী মনে হয়।
_________________
সবার জন্য ভালোবাসা রইলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।