আমাদের কথা খুঁজে নিন

   

আধা মাধা গাধা রে গাধা

মতপ্রকাশের স্বাধীনতা মানে কিন্তু যা খুশি তাই বলা নয়।

কয়েকদিনের আলস্যে গালভর্তি কুটকুটে দাড়ি নিয়ে ঘুরছি। এমন অবস্থায় আজ হঠাৎ স্কুলজীবনের এক পুরনো বন্ধুর সাথে দেখা। আমাকে দেখেই বন্ধুর ভ্রু কুঁচকে গেল। না, চিনতে পারে নি বা চিনতে কষ্ট হচ্ছে এমন কোন কারণে নয়। ফেবুর কল্যাণে, দেখা সাক্ষাৎ বিনেও যোগাযোগ আজকাল দুস্কর কিছু না। তার ভ্রু কুঞ্চনের কারণ হলো আমার দাড়ি! জিজ্ঞাসিলাম, দাড়িতে কি সমস্যা হে বন্ধুবর?! বন্ধুবর কহিলেন, কি রকম অপরিচ্ছন্ন লাগতেছে তোরে? সেভ করোস না ক্যান? জানোস না পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ?? সাতসকালে গোসল করে বের হলেও শুধু মাত্র দাড়ি থাকার কারণে বন্ধুবর এহেন অপরিচ্ছন্নতার অপবাদ দিলো। তবে তার ঈমানী জোশ দেখিয়া সেই যে মুচকি মুচকি হাসি আমার শুরু হইলো, সেইটা এখনও থামে নাই! কোন বিষয়ের কি কোথায় নিয়া জোড়া দিসে, এইটা ভাবতেই হাসি আসতেছে... বাঙালী আধা-মাধা জানিয়াই গাধার মতো চেঁচায় বলে বিরক্ত লাগে। অর্ধেক জ্ঞান - নিপাট মূর্খতা থেকেও বেশী খারাপ!! এইটাই আজকের উপলব্ধি। আধা মাধা গাধা রে গাধা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।