জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
কোন যুগে আইস্যা পড়লাম ?
উনাদের বিরুদ্ধে যে কোন মামলা করলেই সেই রাজনৈতিক হয়রানি, মিথ্যা মামলা।
আর আমাগো মতো গরীব মাইনসেরে পুলিশ পেন্ডিং মামলার আসামী বানায়া চালান দেয়।
উনাগো দণ্ড হয়া গেলেও মাফ করার জন্য রাষ্ট্রপতি আছেন !!!!!!!
আর আমরা কোন মামলার আসামী না হয়াও পুলিশরে ঘুষ দিতে পারি নাই বইলা ৫৪ ধারায় (সেই কুখ্যাত বাকশালী বিশেষ ক্ষমতা আইন , সংবিধান থিকা কত জরুরী জিনিস খইস্যা পড়ল, কত গণতন্ত্রের প্রবক্তা, মানসকন্যা আইল গেল, আমাগো বাঁশ মারার আইনটা ঠিকই বহাল তবিয়তে রইল) ধরছে, পরে চাপাচাপি কইরা ঘুষ না পায়া ডাকাতি বা অস্ত্র বা মাদক মামলার সন্দেহভাজন আসামী হিসেবে কোর্টে চালান কইরা দিছে।
উনারা কোর্টে বড় বড় উকিল পাঠায়া জামিন পায়া গেছেন।
আমরা গরীব মানুষ, কুনো উকিল রাখতে পারি নাই। মামলার আসল আসামীরা খালাস পায়া গেলেও আমাগো সাজা হয়া যায়। হায় হায়,
কই আইস্যা পড়লাম। এইডা কোন সভ্য দেশ ?
উনারা তো চিরকালই ধরা ছোঁয়ার বাইরে !!!!!!!!!!!!
আর আমরা চিরকালই ধরা খাওয়া পাবলিক
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।