আমাদের কথা খুঁজে নিন

   

হীন মানসিকতার কি আদৌ পরিবর্তন হবে এদেশে ?



পাকিস্তান আমলে ৬ষ্ঠ শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সংস্কৃত শিক্ষা চালু ছিল। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর কোন এক অজ্ঞাত কারণে এই শিক্ষাদানপর্ব রহিত হয়ে যায়। এখন নামেমাত্র স্কুল পর্যায়ে হিন্দু ধর্ম শিক্ষা কোনরকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চালানো হচ্ছে। এক্ষেত্রে নিয়োগকৃত হিন্দু াশক্ষকদের বেতনভাতা যা দেওয়া হয়, তা থেকে অনেক অনেক বেশী টাকা রুজী করে থাকে ভিক্ষুকেরা। এক চোখ কানার মত এদেশের সরকারগুলো তাদের ইসলাম ধর্ম যাতে প্রচার ও প্রসার লাভ করে সেজন্য সরকারীভাবেই কোটি কোটি টাকার অপচয় করে চলেছে।

হিন্দু থেকে মুসলমান হলে তাকে সাহায্য করার জন্য নও মুসলিম খাতে রাখা হয়ে ছে বিশাল পরিমাণ অর্থের অংক। তারপর মোল্লা, মওলানা ও মৌলভীদেরকেও দেওয়া হচ্ছে লোভনীয় পারিশ্রমিক। মসজিদ মাদ্রাসার মত অনুৎপাদক খাতে ব্যয় করা হচ্ছে জলের স্রোতের মত টাকা। এর এক-পঞ্চমাংশও যদি সরকার সংস্কৃত শিক্ষা, পণ্ডিতদের বেতন ও হিন্দু ধর্মীয় শিক্ষায় ব্যয় করত, তাহলে অন্ততঃ তার সাম্প্রদায়িকতার বদনাম একদিকে যেমন লাঘব হতো, অন্যদিকে জঙ্গীবাদের উথ্বানও ঠেকানো যেত। কিন্তু এদেরকে বুঝাবে কে ? এরা যে নিজেদের কবর নিজেরাই রচনা করে চলেছে, এটা বুঝার মত ক্ষমতাও এরা হারিয়ে ফেলেছে।

নানক সেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।