আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
বাংলায় সার্চ ইঞ্জিন ব্লগ শুরু করার পর প্রথমেই আমার মনে হয়েছিল কিভাবে আমি পাঠকদেরকে বার বার আমার ওয়েবসাইটে ফিরিয়ে আনতে পারব। কারন ভাল লাগা সত্ত্বেও অনেক সময় সময়ের অভাবে কিংবা মনের ভুলে প্রয়োজনীয় অনেক ওয়েবসাইট আমরা ভিজিট করতে ভুলে যাই। আর সেই সমস্যা দূর করতে প্রথম থেকেই আমি ইমেইল সাবস্ক্রিপশনকে গুরুত্ব দিতে চেষ্টা করেছি।
আজকের ৪জন সাইনআপ করার মাধ্যমে আমার ওয়েবসাইটের ইমেইল নিউজলেটার গ্রাহকদের সংখ্যা দাঁড়ালো পঞ্চাশে।
নিউজলেটারের সবচেয়ে বড় সুবিধা হল এতে ওয়েবসাইটে গিয়ে নতুন পোষ্ট খুঁজে বের করার ঝক্কিঝামেলা কমে যায়। প্রতিদিনের সবগুলো পোষ্টের একটি সারাংশ দিনের শেষে আপনার ইমেইলে গিয়ে পৌছাবে। এবার পোষ্টের টাইটেল এবং সারাংশ দেখে পছন্দ হলে লিংকে ক্লিক করে পুরো পোষ্টটি পড়তে পারেন। আর বোনাস হিসেবে থাকলো মাঝে মাঝে আমার পাঠানো ইবুক আর টিপস।
অনেক খুশি লাগছে, ধীরে ধীরে ওয়েবসাইটে পাঠকসংখ্যা বাড়চ্ছে।
এই একমাসে (২২শে মে থেকে ২১শে জুন) আগের একমাসের (২২শে এপ্রিল থেকে ২১শে মে) পাঠক বেড়েছে ২৩.৯৭% আর সর্বমোট পেজভিজিট বেড়েছে ২২.১১%। সবচেয়ে বড় খুশির খবর হল গুগল থেকে আসা পাঠক প্রতিদিনই বেড়েই চলেছে – এই একমাসে এই সংখ্যা বেড়েছে ১২২.২২%। আর সর্বাধিক ৩৭ বার পাঠক depacco কিংবা depacco.com সার্চ করে আমার ওয়েবসাইটে এসেছে।
তাই আমার ব্লগের সকল পাঠকদের অভিনন্দন
আশা করি ব্লগটির মাধ্যমে সামান্যটুকু হলেও আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারছি। আপনাদের সাহায্য সহযোগিতা আমার একান্ত দরকার।
আপনারা কোন বিষয়ে জানতে চান, কোন বিষয়টি আপনাদের ভাল লেগেছে, কোন বিষয়ে আমার আরও দৃষ্টি দেয়া প্রয়োজন – মন্তব্যের মাধ্যমে আমাকে জানালে আমি খুশি হব। সাথে সাথে আপনাদের উপদেশগুলো ব্লগের উন্নতিতেও ভূমিকা রাখতে পারবে।
পোষ্টটির সূত্র: ইমেইল নিউজলেটার গ্রাহকদের সংখ্যা আজ পঞ্চাশে পৌঁছালো
--------------------------------------------------------------
আপনার পক্ষে কি প্রতিদিন আমার ব্লগে আসা সম্ভব হয় না, তাহলে আপনি আমার ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করতে পারেন। এর মাধ্যমে আমি নতুন কোনো ব্লগ পোষ্ট করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তার সন্ধান পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে। আশা করি এই ফিচারটি বার বার আমার ব্লগে যাবার পেছনে আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।