বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............
সকালের সূর্যটা দেখেছ?
কেমন করে ড্যাবডেবিয়ে
তাকিয়ে ছিল আমাদের দিকে
সারারাত না ঘুমিয়ে কথা বলেছি
এই আমাদের অপরাধ
যে অপরাধে ও তোমায় ঘুমাতে দেয়নি আর
আমায়ও তারিয়ে বেড়িয়েছে অনেকক্ষন
অবশেষে ও যখন আমার কাছে হার মানল
তুমি তখন ওর শিকার।
দুপুরের সূর্যটা দেখেছ?
একই হাত, পা, চোখ, মুখ ওর
তারপরেও ক্লান্ত আমার অবহেলার
শরীর ভিজিয়ে দিল এক নিমিষেই।
সারারাত তুমি আমি কথা বলেছি
এই আমাদের অপরাধ।
যে অপরাধে ও তোমায় আজ হাসতে দেয়নি
দেয়নি কোন অবাসন্তি বাসনা জাগাতে
আর ওরা পারেনি কোন কিছুই।
বিকেলের সূর্যটা দেখেছ?
পরীক্ষা শেষে তোমার বাড়ি ফেরার পথে
ও তোমায় থেকে ব্যাঙ্গাত্মক হাসল, মিটিমিটি হাসি
তোমার প্রতিদিনের সহজ পথ
অনেক খানি বাকিয়ে দিল।
সারারাত না ঘুমিয়ে
তুমি আমি কথা বলেছি এই অপরাধ।
জানিনা রাতের সূর্যটাও আবার অবাক করে কিনা
ঐ যে না ঘুমিয়ে কথা বলেছি সারারাত!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।