ধ্রৌব্য
আমিও তন্তুজ এক...
আসমানী রাতে বুনে যাই কামরাঙা পাখির পরাণ
মা আমার নক্ষত্রের উঠোনে ছড়ায় খুঁদ ও চন্দ্রের গুঁড়া
আর কোন সত্য নেই
অন্ধকার দুইহাত বাড়ায় পৃথিবীর পুরনো রমণীর মতো
উপবৃত্ত ভেঙে পড়ে
কফিনের কম্পিত ডানা ভেঙে পড়ে
বিপন্ন বয়ন আর সূচীকর্ম শেষে আমিওতো অগ্নি আহরণে
নাভীর ঘুর্ণনে দুপুর ডুবে যায়, উদভ্রান্ত সারস ডুবে যায়।
জন্মনগ্নিকা যারা
খুলে ফেলে দ্বিধার বসন
হায়!
মিশে যায় ধুলায় ধুলায়
০২
ভেসে যায়
কৃষ্ণরাতে মৃত মৃত জ্যোৎস্নায় বন ও নিধুয়া বন্দর ভেসে যায়
ক্রমশঃ উজানে যাই
হৃদকম্প ঝেড়ে ফেলি ঝড়ে, মৃত্যুর পরে
জলজ রমণীদের প্রজ্জ্বলিত লণ্ঠন ঈষৎ কেঁপে ওঠে
সলতে উসকে দিলে আলোকিত হয় জলের বাগান
উদগত ক্ষুধার নিচে মদ ও মাংস আঙরা হোক তবে
ডুবে যাই
দূরাগত হ্রেষাধ্বনি এলে আমি ডুবে যেতে থাকি
ঈশ্বর হে
আমায় দণ্ডিত করো
দ্রাবির ভূমিতে রেখে এসেছি জীবাশ্ম আমার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।