আমাদের কথা খুঁজে নিন

   

১৫ টাকার পরোটা!



২/৪ টাকা দামের পরোটা ১৫ টাকায় খেয়েছেন কখনো? যদি না জেনে খেয়ে থাকেন বুঝেন অবস্থা কী। প্রচণ্ড খিদেয় হয়তো গপাগপ ছয়টা পরোটা খেয়ে ফেললেন, দাম দিতে গিয়ে বুঝলেন যাহা খাইয়াছেন মোটেও ভালো খান নাই। প্রথম আলোর বন্ধুসভা ও রস আলোর কয়েকজন লেখকের এই অবস্থা হয়েছিল। তাও আবার কোন দিন জানেন প্রথম আলোসহ সারাদেশের বদলানোর দিন। বন্ধুরা কক্সবাজারে বদলানোর শপথ নিয়ে ফেরার পথে আর পুরো বাংলাদেশে ঘড়ির কাটা বদলানোর সময় এই ঘটনা ঘটে।

অর্থাৎ ১৯ জুন। সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলেন আমি সেই গাড়িতে ছিলাম। আমি রাতে খেয়েই গাড়িতে উঠেছিলাম। জানা ছিল হাইওয়েতে যে রেস্তোরার সামনে থামবে গলাকাটা দাম রাখবে। তো প্রথম আলোর বন্ধুরা কাজ করতে করতে সময় না পাওয়ায় গাড়িতে উঠার আগে খেতে পারে নি।

রাত ১১টার আগে গাড়ি থামলো কক্সবাজারের চকরিয়ার ইনানী রিসোর্টে। গাড়ি ছাড়ার সময় শুনলাম, এক বন্ধু খুব উত্তেজিত। কারও কাছে ডিজিটাল ক্যামেরা বা মোবাইল ক্যামেরা আছে কিনা জানতে চাচ্ছে। উদ্দেশ্য খাবারের মেনুর একটা ছবি তোলা। পারলে রস আলো নয়তো বন্ধুসভায় ছাপানো।

তারাই জানালেন ১৫টাকা করে পরোটা, ৩০ টাকা করে ডিমের আমলেট, আর ৬০ করে ছোট বার্গার খেয়ে এসেছে। খাওয়ার আগে তাদের টেবিলে নাকি মেনু ছিল না। তবে তাদের সঙ্গে আরেকটা মজার ঘটনা ঘটেছে। আমাদের মার্সিডিজ বেঞ্চে সাউদিয়া এস আলম গাড়ির চালক সে নাকি তার খাওয়ার বিলও ওই বন্ধুদের সঙ্গে যুক্ত করে দিয়েছে। অর্থাৎ নিজেদের বাড়তি বিল তার ওপর চালকের বিল।

বোঝেন কী অবস্থা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।