আমাদের কথা খুঁজে নিন

   

যেন হাত বাড়ালেই ছুঁতে পারি

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

যেন হাত বাড়ালেই ছুঁতে পারি বেশী দূরে যেয়োনা তুমি- যেখানে গেলে তোমার নাগাল পাবোনা কোনদিন। কাছে কাছেই থেকো, যেন হাত বাড়ালেই ছুঁতে পারি তোমায়। বাতাসের মতো নাহয় অদৃশ্য হয়েই থেকো, তবু নিঃশ্বাসে যেন টের পাই তোমার চলাচল। ফুলের সৌরভ হয়েই থেকো নাহয়, যদি ইচ্ছে হয়- বসন্ত এলেই যেন টের পাই তুমি আছো আমারই আঙিনায়। মেঘ হয়ে দূরে সরে যেয়োনা কখনো- বৃষ্টি হয়েই থেকো, যেন হাত বাড়ালেই ছুঁতে পারি তোমায়। সূর্যের লালিমায় দীপ্ত আভা হয়েই থেকো নাহয় দিগন্ত জুড়ে, গোধূলি দেখেই যেন বুঝতে পারি তুমি আছো ঐ নীলিমায়। সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে মিশে থেকো নাহয়, মন যদি চায়- বিস্তৃত উপকূল ভাসিয়ে দিও শুভ্র ফেনায়, আমি গাঙ শালিক হয়ে উড়ে উড়ে ছুঁয়ে যাবো তোমায়। তবুও তুমি থেকো দৃষ্টির নাগালে আমার, যেন হাত বাড়ালেই ছুঁতে পারি তোমায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।