আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।
ওরা যেন ঊষার আলো
ভোর সকালে দেখা মিলে
ঘন্টা দুয়েক পরেই উধাও।
ওরা যেন মানব ছায়া
রোদলা দুপরে দেখা মিলে
সন্ধা ঘনিয়ে এলেই উধাও।
ওরা যেন মেঘের আড়ালে
ঢাকা পড়া চাঁদ
কখনো কখনো উঁকি দেয়
ক্ষানিক বাদেই উধাও।
ওরা যেন অদৃশ্য মানাবী
ওদের দেখা যায় না,
মিশে থাকে স্মৃতির পাতায়
আর মাঝে মাঝেই কাঁদায়।
ওরা যেন কাল বৈশাখী ঝড়
চৈতের শেষই এসেই
সব কিছু তছনছ করে দিয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।