আমাদের কথা খুঁজে নিন

   

নীতিমালা জারি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্যান্টনমেন্ট বানিয়েছে

সাদা মন আমার তাই সব কিছু সাদা ভালবাসি

বিশ্ববিদ্যালয় হলো মানুষ গড়ার আঙ্গিনা। এখন থেকেই মানুষ সত্যিকার অর্থে মানবতার মুক্তির পথ খুঁজে নিতে পারে। মুক্তবুদ্ধির চর্চাই মুলত বিশ্ববিদ্যাললয় শিক্ষা ব্যবস্থার মুল উদ্দেশ্য। কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে প্রশাসন শিক্ষক-শিক্ষার্থীদের হাত-পা বেঁধে ফেলে পুরো ক্যাম্পাসকে ক্যান্টনমেন্ট বানিয়ে রেখেছে। প্রশাসন মত প্রকাশের স্বাধীনতা হরণ করে চরম স্বেচ্ছাচারিতার পরিচয় দিচ্ছে। একটি ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তার অজুহাত দেখিয়ে পুরো বিশ্ববিদ্যালয়কে কারাগার বানানোর চেষ্টা করছে।পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা রক্ষার্থে আমরা যারা জরুরী অবস্থা ভঙ্গ করেছিলাম, তারাই এবার ভিন্ন কায়দায় কার্ফু জারি করে রেখেছে। একমাত্র মুক্তবুদ্ধির চর্চার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব। কিন্তু শিক্ষকরা নিজেরাই যখন লেজুরভিত্তিক রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন, তখন সেই চর্চার জায়গাটি রীতিমত সংকোচিত হয়ে যাচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।