আমাদের কথা খুঁজে নিন

   

ইহা একটি মাজেজা পূর্ন পোষ্ট

ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)

ইহা একটি মাজেজা পূর্ন পোষ্ট। . . . . . . . . . . জম-জমাট পোষ্টের অভাবে ব্লগ যখন ঝিমাইতে থাকে তখন কতিপয় ব্লগার (তাদের কেউ কেউ কর্তৃপক্ষের পেয়ারের লোকও হৈতে পারে) রিভার্স রিভার্স নিক দ্বারা আবালীয় কিছু পোষ্ট প্রসব করাইয়া ব্লগের হিট বাড়ানো এবং উত্তেজনা আনার চেষ্টা করা হয় যাতে ঝিমানো ভাবটা কিছুটা ঝেড়ে ফেলা যায়। এই রিভার্স নিকগুলির সারাবছর কোন এক্টিভিটি থাকে না। শুধু মাত্র বিশেষ কিছু মুহুর্তে ব্যাবহারের জন্যই এগুলি পয়দা করা হয়। এটা যে কোন ব্লগ সাইটের নূহ-নবীর আমলের বস্তাপঁচা ট্রিক্স। সবাই জানি রাত-দিন-রাত-দিন ক্যাচাল করেও এর কোন সমাধান আসবেনা, তাই এই জাতীয় পোষ্ট এর ক্ষেত্রে সহজ সামাধান হলো ঃ সিম্প্লি ইগনোর দেট কাইন্ড অফ শিট!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।