মংলা বন্দরের পশুর চ্যানেলে রবিবার কার্গো জাহাজ এমভি কফিলউদ্দিন-৫ ডুবির ঘটনায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন জাহাজে থাকা ১২ জন কর্মচারী। মংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, কলকাতার বজবজ বন্দর থেকে প্রায় ৭০০ মেট্রিক টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে জাহাজটি সোমবার মংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। রবিবার সকালে মংলা বন্দরের পশুর নদীর ত্রিমোহনা এলাকায় ডুবোচরে আটকে পড়ে তলা ফেটে জাহাজটি ডুবে যায়। স্থানীয় ডুবুরিদের সহায়তায় জাহাজটি উদ্ধারে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।