আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নগুলো-২



আমার স্বপ্নগুলো-র দ্বিতীয় ও শেষ পর্ব। স্বপ্নগুলো-২ আমার স্বপ্ন গুলো ঝরে গেছে। শীতের ঝরা পাতার মত উত্তুরে হাওয়ায়। একাকী শূণ্যে দাঁড়িয়ে মরু হৃদয়ের মাঝে, ভবিষ্যতের পানে চেয়ে ফাগুনের প্রত্যাশায়। তপ্ত লু হাওয়ায় ভরে গেছে বুক।

কেঁদে ফেরে একাকী রাতের আঁধারে। দিনের আলোকে ফাঁকি দিয়ে চোখ বুজে ঝুলে আছে ব্যর্থতার বাদুড়গুলো স্বপ্নের শূণ্য শাখায়। হতাশার অন্ধ উঁইয়ের দল ভিড় করে মূলে; ধীরে ধীরে কুরে কুরে খায়। দূরাশার কাঠ-ঠোকরা পাখী বারে বারে ছিন্ন করেছে বুক, ঠোকর দিয়েছে থেকে থেকে স্বপ্নের কলিজায়। আমার স্বপ্ন গুলো মরে গেছে ক্ষুধা-তৃষ্ঞা আর রোগ-শোকের অসহ্য যাতনায় ।

। বিঃদ্রঃ স্বপ্নগুলো-১] এর লিংক:

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।