কুড়িগ্রাম রৌমারী সীমান্তে ভারতীয় বিএসএফ কর্তৃক অপহৃত দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ফটো সাংবাদিক ড. শহিদুল আলম ৮ঘন্টা বন্দী থাকার পর মঙ্গলবার মধ্যরাতে ছাড়া পেয়েছেন। বিএসএফ তাকে বিডিআরের কাছে হস্তান্তর করে। অবৈধ অনুপ্রবেশের দায়ে বিডিআর তার বিরুদ্ধে ১৯৫২ সালের ৪ ধারায় মামলা করে রৌমারী থানায় পুলিশের কাছে সোপর্দ করে। বুধবার বিকালে শহিদুল আলমকে কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাকে জামিনে মুক্তি দেয়।
বিডিআর, ড. শহিদুল আলম ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাংবাদিক শহিদুল আলম ও তার সহযোগিরা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের জন্য সীমান্ত সংলগ্ন ব্রহ্মুপত্র নদের একটি শাখা নদী `জিঞ্জিরাম' নদীর চিত্র ধারণ করবার জন্য ঐ এলাকা যান।
ড. শহিদুল আলম ব্রহ্মুপত্র নদের উপর তিব্বত, চীন ও ভারতসহ যেসব দেশের উপর দিয়ে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে সেসব দেশে চিত্রায়ন করছেন। বাংলাদেশে কাজ শুরুর পর গত মঙ্গলবার সকালে তিনি রৌমারী চর নতুন বন্দর এলাকায় পৌছান। বিকাল সাড়ে ৫টার দিকে তাঁরা সীমান্তের ১০৬৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার ঘেষা কাঁটাতাঁরের বেড়া সংলগ্ন নদীর প্রবেশ মুখের ছবি তুলতে তুলতে অসাবধানতাবশতঃ জিরো লাইন অতিক্রম করে ভারতের নোম্যান্স ল্যান্ডে ঢুকে পড়েন। এ সময় ভারতের শাহাপাড়া বিওপি'র বিএসএফ-এর একটি টহল দল ইশারায় ডাকলে শহিদুল আলম এগিয়ে যান। গেইটের কাছাকাছি গেলে বিএসএফ জোয়ানরা তাকে ঘিরে ধরে।
এক পর্যায়ে শহীদুল আলমকে জোর করে কাটাতারের ভেতরে শাহাপাড়া বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ঐ সময় তার অন্য ২ সঙ্গী সুমেরু মুখোপাধ্যায় ও আবুল কাশেম দৌড়ে বাংলাদেশের ভূখন্ডে চলে আসে। ড. আলমের অপহৃতের খবর পালিয়ে আসা ২ সহযোগির মাধ্যমে ঢাকার মিডিয়াজগতে পৌছলে তোলপাড় শুরু হয়। বিষয়টি বিডিআর হেড কোয়ার্টারসহ বিভিন্ন মন্ত্রনালয়ে পৌছলে দু'দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগ শুরু হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী রাত সাড়ে ১১টার দিকে ড.আলমকে বিডিআরের কাছে হস্তান্তর করেন।
বিডিআর তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করে রৌমারী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
বুধবার দুপুরে তাকে কুড়িগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক আব্দুল মতিনের আদালতে হাজির করা হয়। বিচারক তাকে জামিনে মুক্তি দেন। আগামী ৫ জুলাই পরবর্তী শুনানীর দিন ধার্য করা হয়েছে। বিকেলে সাংবাদিক শহিদুল আলম কুড়িগ্রাম প্রেসকাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
আজ সন্ধ্যার দিকে সাংবাদিক শহিদুল আলম ও তার সহযোগিরা ঢাকার উদ্দেশ্যে কুড়িগ্রাম ত্যাগ করেন। যাবার আগে তিনি জানান, ব্রহ্মপুত্র নদের অসমাপ্ত কাজের চিত্রায়ন করা জন্য খুবশীঘ্রই তিনি কুড়িগ্রাম আসবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।