এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই। ভুক্তভোগীমাত্রই জানেন কী-লগার শায়েস্তা করার জন্য কোন এন্টিভাইরাস সফটওয়্যারই যথেষ্ট নয়। ট্রোজান, ম্যালওয়্যার, স্পাইওয়্যারসহ তাবত কী-লগারকে শায়েস্তা করতে সিনেট, পিসি ওয়ার্ল্ড, সফটপেডিয়া, টুকাউ, রেমন্ড-এর মত টেকিসাইটের এডিটরদের মত আমারও প্রথম পছন্দ ZEMANA AntiLogger. আমার পিসিতে নর্টন ইন্টারনেট সিকিউরিটি ২০১৩'র পাশাপাশি zemana বাড়তি নিরাপত্তা দিচ্ছে অনেকদিন ধরেই অরিজিনাল লাইসেন্স ফ্রি-তেঃ প্রথমে এই লিঙ্ক থেকে Zemana AntiLogger প্রোগ্রামের ১৫-দিনের ট্রায়াল ভার্সনের সেটাপ ফাইলটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর প্রোগ্রামটি চালু করে Services-এ যান। License বাটনে ক্লিক করে “Enter License” বক্সে নিচের লাইসেন্স কী টি পেস্ট করে “Activate” বাটনে ক্লিক করুন: 2821-8528-0472-3429 খেল খতম! ZEMANA AntiLogger ফ্রিতে হজম! পুনশ্চ: অরিজিনাল লাইসেন্সের এই প্রমোশনাল অফারটি আগামী ২৪ ঘন্টা পর্যন্ত কাজ করবে। কাজেই অফারটি উপভোগ করতে চাইলে এর মধ্যেই লাইসেন্স এক্টিভেট করে নিতে হবে। স্ক্রিনশটগুলো আমার পিসি থেকে নেয়া। গরম গরম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।