আমাদের কথা খুঁজে নিন

   

আমার এই লেখাটা কি অশ্লীল? ২

We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!

দয়া করে মনোযোগ দিয়ে পড়বেন। নারী স্বাধীনতা না নারী নির্যাতন? আমাদের দেশে নারী স্বাধীনতার প্রয়োজন নেই যা প্রয়োজন তা হল মানবাধিকার। আমাদের দেশে মানবাধিকার নেই। যে দেশে কাজের লোককে দাসের মত খাটানো হয়, যে দেশে দিন রাত কাজ করে মাসের শেষে বেতন হাতে পেয়ে পান্তা খাওয়ার জন্য নোন কিনতে পারেনা সে দেশে নারী স্বাধীনতা দিয়ে কি হবে? যে দেশে ন্যায় এবং ন্যায্য বিচার নেই সে দেশে নারীরা স্বাধীন হয়ে কি করবে? যে দেশের হর্তা কর্তা নারী সে দেশে নারী স্বাধীনতা নিয়ে ছিচিক্কার করা মানে নারীকে নিয়ে উপহাস করা। আমাদের দেশের নারীরা স্বাধীন এবং নমস্য, বাঙালিরা আর কাউকে অত ভক্তি করেনা যত ভক্তি মাকে করে এ আমি পণ করে বলছি।

তাহলে নারী স্বাধীনতা নিয়ে এত হল্লা গোল্লা কেন? তাহলে কেউ কি চালবাজি করছে না ভানুমতীর খেলা খেলছে? দেশকে সুন্দর করে গড়তে হলে মানবাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। যে দেশে বীর এবং বীরাঙ্গনারা উপোস করে মরছেন সে দেশে নারী স্বাধীনতা নিয়ে যুদ্ধ করে মরে এবং মেরে লাভ কি হবে? আমিত বলি এবং বার বলেছি নারী হল মানবতার মেরুদণ্ড। নারী ছাড়া এই সবুজ পৃথিবী মূল্যহীন। নারী ছাড়া স্বর্গ এবং নরক বলতে কিছুই নেই। সব কিছুর সূচনা নারী থেকে হয়েছে।

আমার কথা বুঝতে হলে চিন্তার সাগরে ঝাঁপা দাও বুঝতে পারবে। কোরআনুন কারিমে নারী নামে একটা সুরা আছে, পুরুষ নামে নেই। হে দেশবাসী বাস্তবতা জান, বাস্তবতা জানলে সত্য বলতে এবং শুনতে মধুর হবে। আমার মা আমাকে জন্ম দিয়েছেন, নারীকে নির্যাতন করা মানে মাকে নির্যাতন করা। নারী শিশু এবং বৃদ্ধকে যে সম্মান করেনা সে নবীজী (সঃ) এর উম্মত নয়।

যা নবী জী (সঃ) বলেছেন। ধর্ম এবং নারীকে নিয়ে অনেক রংলীলা হয়েছে আর না!!!!!!!!!! আর করলে নরলীলা শুরু হবে। ছবি ব্লগ থেকে নেয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।