আমাদের কথা খুঁজে নিন

   

নকল সুরের গান কি পাইরেটেড না ?

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

গত শুক্রবারের কথা। সকাল সাড়ে ১০টা। বাসে বসে শুনছিলাম এবিসি রেডিও। চলছিল চলচ্চিত্রের গানের অনুষ্ঠান সিনেমা তাল। কথাবন্ধু কিবরিয়া ও তার সাথে মাজহার ভাই।

গান চলছে। ফাঁকে ফাঁকে কিবরিয়া ও মাজহার ভাই কথা বলছেন। দর্শকদের পাঠানো ক্ষুদে বার্তার উত্তর দিচ্ছেন। এক পর্যায়ে মাজহার ভাই গানের পাইরেসির বিরুদ্ধে ব্যাপক বক্তৃতা দিয়ে ফেললেন। সাথে সুর মেলালেন কিবরিয়া।

কিন্তু তার পরে একটি গান বাজালেন, যার প্রথম লাইন প্রেমের মোবাইল ফোনে। গানটি একটি জনপ্রিয় হিন্দি গানের সুর নকল করে গাওয়া। অবাক হলাম তাদের আচরণ দেখে। নকল গানের বিরুদ্ধে কথা বলে তারা যদি নকল হিন্দি গানের সুরে গাওয়া গান বাজান তাহলে তো নকলবাজদেরই উৎসাহিত করা হল। আমাদের দেশে অনেক মেধাবী সুরকার, গীতিকার আছেন।

তারা আজ বেকার। নকল কথা আর সুরের গানে আমাদের চলচ্চিত্র সয়লাব। কঠোর আইন ও শাস্তি প্রয়োগ করে এই চর্চা বন্ধ করা দরকার। আর সমস্ত রেডিও টিভিতে নকল কথা ও সুরের গান বয়কট করার আহবান জানাই। কেবল মুখের কথা না বলে কাজে প্রমাণ করা উচিত যে, আমরা নকল সুরের গানের বিপক্ষে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।