We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!
দয়াকরে মনোযোগ দিয়ে পড়বেন।
Friday, 22 May 2009
নারী স্বাধীনতা!
আমি কখনো এ বিষয় নিয়ে লেখিনি বা লেখতেও চাইনি তবে আজ লেখার কারণ আমার একটা পোস্ট আমার ব্লগ থকে সরানু হয়েছে। রাতে প্রথম পাতায় হয়তো এসেছিল কারণ সকালে তা আমি নিজেই মুছতে পারিনি। আমার তিন ব্লগার বইনের খারাপ লেগেছে। জানি আমারো খারাপ লাগে।
কিন্তু আমি যখন কিছু বলি বা লেখি তা চিন্তা না করে লেখলেও আমি চিন্তা করে লেখি বা বলি। আমার এক বোন বলেছেন আমি নারী স্বাধীনতা মানেই বুঝিনা। হয়তো বোনের কথাই সত্য কারণ আমি কখনো আমার মেয়েদেরকে বিপদের মত দেখিনা। আমি বিয়ের আগে দোয়া করেছিলাম ইয়া আল্লাহ আমি দু টি মেয়ে চাই। দুই মেয়ে হলে আমি তাদেরকে খুশি মনে লালন পালন করব, কারণ নবী (সঃ) বলেছেন যার দুই মেয়ে হবে এবং খুশি মনে তাদের লালন পালন করবে সে আমার সাথে বেহেস্থে যাবে।
যাক এখন পোস্টের কথা কিছু বলি কেন লেখেছিলাম, আমি যা দেখেছি তা থেকে আমি লেখেছিলাম, আমি লন্ডন আছি, গরমের দিনে পার্কে যাওয়া যায়না। নারীরা দিগম্বরের মত হাটে। পার্কতো অনেক বড়, আমার ঘরের পাশে একটা ছোট পার্ক আছে যেখানে নারীরা bikinis পরে সূর্যস্নান করে। গরমের দিনে আমি আমার মেয়েদের কে নিয়ে পার্কে যাইনা।
এখন বলবেন bikinis এর সাথে নারী স্বাধীনতার সম্পর্ক কোথায়? হ্যাঁ আছে, একটা ছেলে যখন হাফপেন্ট পরে সাগর সৈকতে সাঁতরাতে পারে তখন একটা মেয়ে কেন bikinis পরে সাঁরাতে পারবেনা?
এখন একটা কথা বলি, ইংলেন্ডে নারীস্বাধীনতা আছে, সম অধীকারও আছে, কিন্তু যা সবাই জানেনা তা হল নারী নির্যাতন এবং ধর্ষণ এখানে বেশী।
যা খবরের কাগজে প্রকাশ হয়না। আমি আমার এক বইয়ে লেখেছি, তোমার কাছে যদি একটা এক কেজি ওজনের হীরা থাকে তা কি তুমি সবাইকে দেখিয়ে হাটবে না লুকিয়ে রাখবে?
মা বইনরা শুন, নারীরা যতই স্বাধীন এবং শক্তিশালি থাকেনা কেন কিন্তু লম্পটের পাল্লায় পড়লে সর্বনাশ হয়। আমি সত্য কথা বলতে ভয় পাইনা। এই জন্য আমার সাথে কেউ কথা বলেনা এবং আমিও কেউরে লাই দেইনা। হ্যাঁ আমি লেখা লেখি করি, তাই বলে কাউকে খুশি করার জন্য আমি সত্যকে লুকিয়ে মিথ্যাকে রাঙ্গিয়ে লেখিনা বা লেখবওনা।
কেউ পড়লে পড়ুক না পড়লে না পড়ুক তা নিয়ে আমি মাথা ঘামাইনা। নেট যারা ব্যবহার করেন উনারা সবাই জানেন এমন অনেক অশ্লীল ভিডিও আছে যে ভিডিওতে নারীর অভিধর্ষণ হচ্ছে। তার কারণ হল স্বাধীনতা।
আমি বলছি না সব নারীরা অভিধর্ষিত হচ্ছে বা হবে, কিন্তু স্বাধীনতা শব্দের অনেক অর্থ আছে সব গুলা আমি জানিনা, তবে যা জানি তা হল আমরা যখন স্বাধীনতা পাই তখন মন যা চায় তা করি। রাত নিশায় আড্ডা দিতে যাই।
একটা মেয়ে যখন রাত নিশায় আড্ডা দিয়ে একা বাসায় ফিরবে তখন পথে অঘটন যে ঘটবেনা তার নিশ্চয়তা কি কোনো স্বাধীন মানুষ দিতে পারবে? আমাদের দেশে দীর্ঘতম সৈকত, অন্যদেশের মেয়েরা bikinis পরে সাঁতরাচ্ছে দেশের মেয়েরা যে কয় দিন পর সাঁতরাবেনা তার নিশ্চয়তা কেউ কি দিতে পারবেন? নুতুন আইন বানানু হয়েছে। আমি এখন সুন্দরী নারীর পানে তাকাতে ভয় পাব এবং আমি এমনিতেই তাকাইনা কারণ আমি একজন সাধারণ মুসলমান। নারীদের পানে কারণ ছাড়া দুই বার তাকালে জিনার গুনাহ হয়। এখন হয়তো কেউ রাত নিশায় আড্ডা দিচ্ছেনা, আর দিচ্ছেনা যে তা আমি বলব কেমন করে, আমিতো আর দেশে নয়। শুনেছি আজ কাল নাইটক্লাবেও মেয়েরা যায় নাচার জন্য।
কিছুদিন আগে পত্রিকায় পড়েছি দেশে এক পুরুষ তার পাশের বাসার মেয়ের গায়ে আগুনে লাগিয়ে দিয়েছিল। তার কারণ কি ছিল? আমাদের দেশে যে নারী স্বাধীনাত নেই এ কথা কোন বুদ্ধি ভোঁতায় কয়? এখন বলবে নারী স্বাধীনতা মানেতো দিগম্বর হওয়া নয়, আমরা সমান অধীকার চাই। আমি শুনেছি, দেশে মেয়েদের জন্য ইউনিভার্সিটি পর্যন্ত পড়া মাগ্না। এখন যা প্রমাণ হয় তা হল দেশে ছেলেদের সমান অধিকার নেই।
আরো অনেক কিছু লেখার আছে যা আমি চাইলেও লেখতে পারবনা কারণ আমার মন আমাকে বাধা দিচ্ছে।
একটা কথা বলি, মায়ের কুলে থেকে শিশু মা কে চিনে। মা বইনরা, নারীকে কেমন করে সম্মান করতে হয় তা ছেলে এবং ভাইকে শিক্ষা দাও। নিজের কর্তব্য আদায় কর সব ঠিকঠাক হয়ে যাবে।
কাউকে হেয় করা অথবা কাউকে মর্মাহত করা আমার উদ্দেশ্য নয়।
স্বাধীন হলেও স্বাধীন নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।