ইসলামের আলোয় আলোকিত হতে চাই, যা ছাড়া অন্য কোন আলো নেই।
আমাদের সবারই ভাল মন্দের একটি মাপকাঠি আছে। এটা দিয়ে আমরা যাচাই করি কোনটা গ্রহণ করা উচিৎ আর কোনটা উচিৎ না। আমরা প্রায়ই এর সাথে লাভ-ক্ষতিকে মিলিয়ে ফেলি। একটা গল্প শুনেছিলাম অনেক আগে, এক ছেলে রাস্তায় দাড়িয়ে সিগারেট খাচ্ছিল।
পাশ দিয়ে যাওয়ার সময় এক ভদ্রলোক বললেন, এই ছেলে তুমি সিগারেট না খেয়ে টাকা জমাও তাহলে একসময় পেছনে যে বাড়িটা দেখছ ওরকম একটা বাড়ির মালিক হতে পারবে। ছেলেটি বলল, আন্কেল আপনার নিশ্চয়ই ঢাকা শহরে এরকম অনেক বাড়ি আছে! উত্তর আস্ল, তা না। ছেলেটি এবার বলল, ঐ বাড়ির মালিক আমিই।
বাড়ির মালিক হলেই সিগারেট খাওয়া জায়েয, তা কিন্তু না। তাহলে ভাল মন্দ যাচাই করব কি দিয়ে? কেন ? পছন্দ-অপছন্দ, রুচি-অরুচি ! যার যেটা ভাল লাগে সে সেটাই করুক- ভাল-মন্দ, উচিৎ-অনুচিৎ নিয়ে এত মাথা ঘামানোর দরকার টা কি?
আচ্ছা, তাহলে কেউ হিরোইন বা আফিমে আসক্ত হলে বাধা দিবেন কোন যুক্তিতে? আর কেউ হিরোইনের ব্যবসা করলে তাকে বাধা দিবেন কেন? সে তো আর কাউকে জোর করে ধরিয়ে দিচ্ছে না।
কিন্তু পর্ণোগ্রাফির বেলায় গলা উচু করে তো ঠিকই বলেন, এটা ব্যক্তি স্বাধীনতা, প্রাপ্তবয়স্ক একজন কি করবে এটা তার নিজস্ব ব্যাপার।
তাহলে পশ্চিমা ব্যবস্থা যাকে ভাল বা মন্দ বলছে, আমরা তাকে ঠিক সেভাবেই গ্রহণ করছি। আমাদের কোন নিজস্ব চিন্তা নেই কেন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।