আমাদের কথা খুঁজে নিন

   

ধন্যবাদ মডারেটরদের

সফল ব্লগার নয়, সত্যবাদী ব্লগার হওয়াই হোক আমাদের লক্ষ্য। সকল ব্লগারদের প্রাণের দাবী মডুরা পূরণ করেছে [সকল ব্লগারদের মধ্যে ছাগু, ছুপা ছাগু, কাঠাল পাতাখোর, কনফিউজড ছাগু, আসন্ন ছাগু, ছাগুপ্রেমী এবং ছাগীয়তাবাদীদের ধরা হয়নি] সামুর সকল পেইজের ব্যানারে প্রজন্ম চত্ত্বর, শাহবাগের ছবি এবং স্টিকি পোস্টের উপর "...শেষ রক্ত বিন্দু পর্যন্ত যুদ্ধাপরাধীদের ফাঁসির জন্য লড়ে যাব। " যোগ করার মাধ্যমে জামাত-শিবিরের ছাগুদের চরম গদাম দেওয়া হয়েছে। আর ব্লগারদের সক্রিয় অংশগ্রহণের কারণে ছাগুপোস্টও কমে গেছে। ছাগু....দৌড়া, ফাঁসির দড়ি আইলো [প্লিজ পোফাইল পিকচার গুলো ফাঁসির দড়ি করে দিন, প্লিজ মডু ] পরিশেষে ছাগুদের প্রতি বিশেষ বিজ্ঞপ্তি: সকল ছাগু, ছুপা ছাগু, কাঠাল পাতাখোর, কনফিউজড ছাগু, আসন্ন ছাগু, ছাগুপ্রেমী এবং ছাগীয়তাবাদীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, এই দেশে জন্মগ্রহণ করিয়া এবং দেশের আলো বাতাসে বড় হইবার পরও দেশ বিরোধী কার্যক্রম পরিচালনা করা সম্পূর্ণ অন্যায়।

তোমাদের এই অবস্থার জন্য মওদুদী ব্রেইন ওয়াশ দায়ী। জামায়েতে ইসলাম বাংলাদেশের কোন রাজনৈতিক দল নহে। ইহা পাকিস্থান হইতে আগত। আর পাকিস্থানী কোন কিছুর অস্তিত্ব স্বাধীণ বাংলাদেশে বরদাস্ত করা হইবে না। মওদুদী ব্রেইন ওয়াশজনিত কারণে তোমাদের মস্তিষ্ক আজ বিকলাঙ্গ হইয়া গিয়াছে।

ইহা সম্পূর্ণ মানসিক ব্যাপার। বাঙালী জাতি এবং জাতীয় চেতনা তোমাদের এই মানসিক বিকলাঙ্গতার জন্য সহানুভূতি প্রকাশ করছে। তোমরা অতি দ্রুত কোন বিশেষজ্ঞ মানসিক ডাক্তারের সহিত যোগাযোগ করিয়া উন্নত চিকিৎসা গ্রহণ কর। আর চিকিৎসা জনিত কারণে অর্থাভাবে পড়িলে ব্লগে স্টিকি পোস্ট দিও....আমরা সকলে মিলিয়া তোমাদেরকে সুস্থ্য করিয়া তুলিবার জন্য তহবিল গঠন করিবো ল্যাঞ্জা ইজ এ ডিফিকাল্ট থিং টু হাইড, তাই ল্যাঞ্জা প্রদর্শনপূর্বক "যদি, কিন্তু, তবে" প্রজাতির শব্দের সহিত কোন মন্তব্য করিবেন না। এই গুলা হইলো ছাগু ডিকশনারীর প্রথম সারির তিনটি গুরুত্বপূর্ণ শব্দ কোন কথার উপযুক্ত জবাব দিতে না পারিলে ছাগুরা এই ধরণের শব্দের সহিত কিছু খোঁড়া যুক্তি উপস্থাপন করিয়া নিজেদের মানসিক দৈন্যতা প্রকাশ করে।

[সকল ব্লগারকে বলছি, ছাগুদের বিরুদ্ধে সোচ্চার হোন। আমার লেখার যে কোন অংশ বা অংশবিশেষ কোন রকম অনুমতির তোয়াক্কা না করেই যে কোন জায়গায় ব্যবহার করতে পারেন। শুধু ছাগুদের বর্জন করুন, এদের সকল অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.