আমাদের কথা খুঁজে নিন

   

আমি আজ দারুন সুখী

রাতের উপর ভর করে আরেক নিশি/আঁধারের চারপাশে বসত করে গুমোট অন্ধকার।
আমার আজ দু'মুঠো অন্নের সংস্থান হয়েছে মাথা গোজার ছাউনি করেছি হয়তো দু'দিন পর চলার জন্য গাড়িও হবে; সমাজের মানুষ বলে বেড়াবে- সফল মানুষের আত্মকথা। আমি আজ দারুন সুখী কংক্রিটের স্তুপ ভেদ করে;তোমার নিষ্পাপ ভালবাসা আমায় স্পর্শ করে না। কত পথ হেটেছি- যুগলসন্ধি হয়ে,সেই চেনা রাস্তায় মনে পড়ে যায়। আচমকা কিছু দমকা বাতাস,সব এলোমেলো ঝড়ের পর প্রকৃতি থাকে শান্ত,আমিও নির্বাক। প্রকৃতির মত নতুন করে সেজেছি, তিমির ছাড়িয়ে আলোক দিশায় ভেসে চলেছি অজানা গঙ্গায়। কাজলকালো চোখ দুটো;দেখে উন্মাদ হয়েছি ক্ষণে ক্ষণে যে চোখের ভাষা আমি পড়েছি কাজল চোখ নিংড়ানো দ্যূতি আমায় আলোকিত করে না। সেই চোখ পড়তে না পারার বেদনা, আমায় কেউ বোঝে না। সাফল্যের অন্তরালে ব্যর্থ মানুষের হাহাকার কেউ ছড়ায় না, আমি আজ দারুন সুখী।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।