আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
বুঝতাছি না কেমনে কমু, তয় না কইয়াও পারতাছি না, কারন পেটে ঈষৎ বেদনা!
কথা পেটে আটকাইয়া রাখলে পেটে বেদনা হয় কোন যুক্তিতে সেইডাত একটা গবেষনার ব্যাপার, তয় আমি অখন কুনো গবেষনায় যাইবার পারমু না, বাইরে বৃস্টি পড়তাছে!
গত বৃহস্পতিবার গাজীপুর ব্রাক বিডিআরসিএম এ গেছিলাম অফিসিয়ালি সবাই ঘুরতে। রাইতের বেলা কানে ধইরা খারাইয়া কইলো গান গাইবার হইবো। আমার গলা আবার বিশেষ নাম করা যেইডা খালি আমি জানি। ফাটা গলায় হেরে গান গাইলে আমার বোইনে আমার এক বেলা খাওন রাইখা দেয়। তাই লাস্ট কবে গান গাইছি সেইডাই জানি না।
আর যদি মন্ঞ্চে গাই তাইলে চাকরি চইলা যায় কি না বুঝবার পারতাছিলাম না। তয় গাইলাম আজক খানের একটা বিখ্যাত গান "আমি যারে চাইরে সে থাকে মনে অন্তরে"। আরেকটা গাইছি তবে কোরাসে সেটা হইলো ।"আসি আসি বলে তুমি আর এলে না"
গানটা যখন গাচ্ছিলাম তখন মনে হলো ভীড়ের অনেকেই বলছিলো কুঊঊঊল!
যদিও আমাগো টীম সবার লাস্ট হইছে, তয় আমি একদিনের লিগা রকস্টার তো হইছি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।