আমাদের কথা খুঁজে নিন

   

মীর জাফরের বিদায় বন্দনা!

সুন্দর সমর

-‘মীর জাফর আলী খান এখন তিনি কি চান?’ -‘তার একটিই আহবান সেনাপতির পদের মেয়াদ বাড়ান!’ ঘসেটি বেগম আজ কথা বলে গরম গরম দেহে তার হায়া নাই চোখে নাই শরম তিনি কন -‘মীর জাফর ব্যাটা ‘গন’। পেয়েছি নতুন মুখ, ওকে আর নয় পদ থেকে চলে যেয়ে যদি বেশি কথা কয় তবে কি যে হবে তা দেখবে সবাই আসলে মীর জাফরকে নিয়ে বাড়তি ভাবনার সময় নাই!’ এই বলে ঘসেটি আপা ঘসতে থাকে নিজ চাপা আর মনে মনে কয়, ‘আমাদের নাই ক্ষয়! যার নাই ইতি তাহাই রাজনীতি, রাজও নাই নীতিও নাই সবই কেবল ফাঁপা জিভের জোর আর চাপার শক্তি তাহলেই গদি টাকা আর মেলে গণ-ভক্তি!’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।