আমি অন্যরকম
একটা কাজ করতেছিলাম, হঠাৎ করে কম্পিউটার একটা ভালোমানুষ টাইপ মেসেজ দিল, তোমার মেমোরি কুলাচ্ছে না। বলে চুপচাপ বন্ধ হয়ে গেল, আমি শোকে মোটামুটি পাথর টাইপ হয়ে বসে থাকলাম, গতকাল রাত থেকে করা সমস্ত কাজ এক মেসেজে শেষ। আরে বাপ, আমারে একটু কপি করার সময়টুকু তো দিবি?? আর এমন এক জায়গা, যেইখানে ব্যাকআপ রাখেনা।
আচ্ছা ব্যাপার না, আমি এর খাই না পড়ি? শোকে বেশি কাতর না হয়ে আমি ব্লগ লিখা শুরু করলাম। ইন্সট্রুমেন্টাল ব্যপারটা সুন্দর না? তবে একা একা শুনলে কেন জানি ঠিক সুরের মুল্যায়নটা হয়না।
ইচ্ছা করে বাকিদেরকেও শোনাতে। এইখানে সবার জন্য দেয়া হলো জনাব প্রেম যশোয়ার একটা কম্পোজিশন। গতকালই দিতে চাইছিলাম, কিন্তু পারি নাই। আজকে পারলাম। পেরে ও লাভ হইলো না প্রথম পাতায় আসতে পারলাম না।
তবে জানার কোন শেষ নাই
Sky Kisses Earth
আরেকটা দিলাম। এটাও যশোয়া সাহেবের।
The Raja’s Ride
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।