আমাদের কথা খুঁজে নিন

   

আজব ছড়াকার

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

আজব ছড়াকার ঘোরেন তিনি খালে-বিলে চষেন বাঁশের ঝাড়। ছড়ার খোঁজে মাঠে ঘাটে শূন্য তটে বাজার হাটে নিঝুম পুকুর পাড়, আজব ছড়াকার । সুতো কাটা ঘুড়ির মতো দেড়শ বছর বুড়ীর মতো কলমে নেই ধার, একোন ছড়াকার । ভাবের বোঝা বয়ে বয়ে মিল বেমিলের ধকল সয়ে ভেঙ্গে যায় যে ঘাড়, মস্ত ছড়াকার । সূর্য ডুবির চমক দেখে পুন্নি চাঁদের ঠমক দেখে ধ্যান করা-ই সার, আজব ছড়াকার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।