আমাদের কথা খুঁজে নিন

   

ওরে নবীন, ওরে আমার কাচা, আধমরাদের ঘাঁ মেরে তুই বাচা

একলা হতে চাইছে আকাশ মেঘগুলোকে সরিয়ে দিয়ে ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে...

গতলেখার একটি কমেন্ট দিয়ে শুরু করি- আমড়া কাঠের ঢেকি বলেছেন: আপনাদের সাথে আছি। এই ব্লগের সবচেয়ে বড় সমস্যা হইলো নয়া ব্লগারদের পাত্তা দেওয়া হয়না। খোলাখোলি ভাবেই বললাম। জেনারেল, ওয়াচ, কমেন্ট ব্যান হাবি জাবি এইসব করে নতুন ব্লগারদের ব্লগীয় জীবন হাফিয়ে দেওয়া হয়। একমাস পর যখন এইসব শৃঙ্খলতার অবসান ঘটে তখন দেখা যায় পরিশ্রান্ত ব্লগার ব্লগ থেকে বিদায় নিয়ে নিয়েছে।

কার্যত এটাই ব্লগের মুল চিত্র। পুরানো ব্লগাররা নিজস্ব গন্ডির ভেতরে থাকে। উৎসাহী নতুন ব্লগারদের দিকে কারুরই নজর নেই। একের পর এক লেখা পাঠক বিহীন থাকার পরিনতি ব্লগ থেকে বিদায়। এমনকি নতুন লেখকদের সিরিয়াস লেখাগুলোরও একই পরিনতি বরণ করতে হচ্ছে।

যার ফলে মানসম্মত লেখার হারও কমে যাচ্ছে। সামহোয়্যারে প্রথম পাতায় স্থান পাওয়াটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। ওয়াচ, জেনারেল এসব স্তর পার করে সংকলিত পাতায় স্থান পাবার পর নতুন ব্লগারদের মানসম্মত লেখাগুলোও যখন দৃস্টি আকর্ষন করতে ব্যর্থ হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই সচেতন ব্লগারদের এগিয়ে আসা উচিৎ। এমন কিছু ব্লগও পেলাম যারা সপ্তাখানেক নিয়মিত লিখে ১০/১২ টি লেখা পোস্ট করে ১ টি কমেন্টও পায় নি। এসব কারনেই এন-টিমের উৎপত্তি।

এন-টিম কার্যত একজন নতুন ব্লগারে পাশে থেকে গঠন মুলক সমালোচনার মাধ্যমে তার লেখনীর মান বৃদ্ধির চেস্টা করবে। এনটিম শুধু নিজেদের পোস্টে নয় নজর রাখবে নতুন যে কোন ব্লগারের দিকে... ** বিশেষ করে যারা নিজের ব্লগের বাইরে কমেন্ট করতে পারে না ** যাদের লেখা সংকলিত পাতায় আসে না। ** যাদের মান-সম্মত লেখাগুলো দৃস্টিগোচর হচ্ছে না। নতুন ব্লগারদের লেখা ফেসবুক গ্রুপের মাধম্যে সকলকে জানানো হবে। এছাড়াও এনটিম সর্বদা নতুন-পুরাতন সকল সদস্যের মানসম্মত লেখায় গঠনমুলক সমালোচনার মাধ্যমে ব্লগের উৎকর্ষতা বৃদ্ধির চেস্টা কররে।

এনটিম সংক্রান্ত ফিফ্থনিকের লেখা: দ্যা এন টীম ঃ দ্যা এন টীম এর এর জন্য খসড়া পোস্টঃ (প্রাথমিক) এপর্যন্ত যে নবীন ব্লগাররা এনটিমের সদস্য হবার আগ্রহ দেখিয়েছেন- সুস্ময় সুমন পানকৌড়ি প্রিয়তমেষু তন্ময় হাসান ফিফথ্‌নিক হাসান মাহবুব একলব্যের পুনর্জন্ম অন্যরকম রোহান সেতূ রাজ মো, আশরাফুল হক বারামদী বি বিড়াল ছান জেনন জইন আকাশ_পাগলা হাসান মাহবুব খসরু চৌধুরী স্বপ্নরাজ ডট কম ০০৯ শাওন৩৫০৪ সিউল রায়হান অপরিচিত_আবির আিমওআমরা নির্জন অরণ্য জেনারেশন৭৫ স্পর্শহীন কিছুদিন রুবাইয়াত ইসলাম সাদাত ফারুক৫৫ নাজমুল আহমেদ সম্রাট০০৯ আবুল'স বাহার এছাড়াও শুভাকাঙ্ক্ষীর তালিকায় ব্লগের প্রায় সকল পুরাতন ব্লগারই রয়েছেন। এন টিমের শুভানুধ্যায়ী: শূন্য আরণ্যক ,বর্ণান্ধ, রিফাত হোসেন, লেখাজোকা শামীম, রোবোট , সাদা মনের মানুষ,আবু সালেহ ,ম্যাভেরিক ,সৌরভ১৩ , অনন্ত দিগন্ত , ব্রাইট ,অমি রহমান পিয়াল ,ভাঙ্গা পেন্সিল , শ। মসীর , সীমন্ত ইসলাম , তায়েফ আহমাদ ,বিডি আইডল, আরিফ থেকে আনা, অলস ছেলে, শাওন৩৫০৪, প্রত্যুৎপন্নমতিত্ব, সাইফুর, রুবাইয়াত ইসলাম সাদাত,এরশাদ বাদশা,শয়তান,তনুজা,রন্টি চৌধুরী, মোতাব্বির কাগু, আমড়া কাঠের ঢেকি, জনৈক আরাফাত, সাদা কালো এবং ধূসর। এনটিমে নীতিমালা সংক্রান্ত কোন পরামর্শ থাকলে সদরে বিবেচনা করা হবে। আপনার পরামর্শ এখানে অথবা ফেসবুক গ্রুপে জানাতে পারেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।