আমাদের কথা খুঁজে নিন

   

ফুলের নাম ব্লিডিং হার্ট -- হৃদয়ে রক্তক্ষরন !

জলছবি স্মৃতি ছুঁয়ে থাকে হৃদয়াবেগ , ধুয়ে গেছে ধ্বনি তার ; শব্দহীন সময়ের পারাবার ।
ঝড় যে উপহার হতে পারে রঙিন খামে , আগুন হতে পারে বিলাসী বিছানা ---- জানা ছিল না , তুলশীতলায় প্রদীপের নীচে অন্ধকার , কার সন্ধান চোখের কোনে ? ভেজা বালিশ শুকিয়ে যায় , ভেজা বালিও উড়ে যায় শুকিয়ে -- রোদের টুকরোগুলো বুকের ভিতর স্মৃতি নিয়ে খেলা করে , ভাঙ্গা-গড়া খেলা ; কার সন্ধানে বহ্নি উৎসব ? চেনা চিহ্ণের হাহাকার ছড়িয়ে থাকে পরিচিত খাতায় , ছবির পাতায় ; বাঙময় তারা । ভিখারী এসেছিল দুয়ারে , ফিরে গেছে পথে শূন্যপাত্রে , নি:স্ব হয়ে আছি গৃহে । বেদনা যে ভালবাসা -- জানা ছিল না , আঘাত যে ভালবাসার ভাষা জানা ছিল না । বৈরী সময় যে ভালবাসা -- জানা ছিল না , এই প্রথম জেনেছি -- ভালবাসা প্রতিশোধের প্রতিশব্দ ! তুমি কষ্ট পেয়েছো ---- আমি মাথা নত করে আছি , নত হয়ে আছি , নত হয়ে আছি ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।