যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে
বিশেষ আপডেট:
পে-প্যালের মাধ্যমে আয়োজিত ক্যাম্পেইন.সেভ.নাহিদা ক্যাম্পেইনটি ২০০৯-০৬-২৬, শুক্রবার, বাংলাদেশ সময় বিকেল ৪টায় শেষ হবে।
ব্লগার অণৃণ্যর এই পোস্টটি দেখুন।
ঐ পোস্টে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্রী নাহিদা রহমানের কথা বিস্তারিত সবকিছু দেয়া আছে। আমার এই পোস্টটি শুধু নাহিদাকে যে যে উপায়ে আর্থিক সাহায্য করা যেতে পারে সেগুলোকে আলাদাভাবে তুলে ধরার জন্য। ব্লগার মানবী আর কৌশিকদার দুটো খুব গুরুত্বপূর্ণ কমেন্ট যোগ করি এখানে:
১।
ডোনেশনের জন্য কোন এ্যামাউন্ট ছোট নয়, যার যার সাধ্যমতো এগিয়ে আসুন। এরকম সময়ে প্রতিটি টাকাই খুব মূল্যবান।
২। কেউ এমাউন্ট না দিতে পারলেও সাহায্যে আসতে পারেন। তিনি এই মেসেজটা অন্য কোথাও ছড়িয়ে দিতে পারেন।
প্রত্যেকটা বিন্দু সম্পৃক্ততাই অনেক মূল্য রাখে।
সাহায্যপ্রদানের উপায়গুলো:
(কৃতজ্ঞতা ব্লগার অণৃণ্য ও টুটুল ভাই)
নাহিদার পরিবারের তথ্যাদি:
নাম: Nahida Rahman
পিতার নাম: Mokhlesur Rahman
মাতার নাম: Nurjahan Begum
ঠিকানা:
ps:Rajpara
po:Rajshahi Court-6201
Rajshahi
----------------------------------------------------------------------------------
১। পে-প্যালে ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজে ডোনেট করতে চাইলে
(কৃতজ্ঞতা: ব্লগার সুশান্ত)
পে-প্যালে আমার(জ্বিনের বাদশা) এ্যাকাউন্টে "ক্যাম্পেইন.সেভ.নাহিদা" নামে একটি স্কীম চালু করেছি, সেখানে আপনি সহজেই ক্রেডিটকার্ডের মাধ্যমে সাহায্য পাঠাতে পারবেন। আপনার যদি পেপ্যাল একাউন্ট থাকে এবং সেখান থেকে ক্রেডিট কার্ড বা পে-প্যাল ক্রেডিট থেকে পে করার সুবিধা থাকে, তাহলে নিচের এই লিংকে গেলে আপনি নাহিদার জন্য ডোনেট করতে পারবেন।
এখানে প্রেস করুন:
পে-প্যালের মাধ্যমে ডোনেশনের লিংক
কিভাবে ডোনেট করবেন?
ক।
লিংকের পেজটির উপরের অংশে আপনার ডোনেশন এ্যামাউন্ট লেখার একটি ঘর (Unit Price)থাকবে। সেখানে ডোনেশনের পরিমাণটা লিখে ফেলুন।
খ। পেজটির নিচের অংশের ডানপাশে লগইন করার দুটো ঘর থাকবে, উপরের ঘরে আপনার পে-প্যালে করেসপন্ডিং ই-মেইল এ্যাড্রেস, নিচের ঘরে পাসওয়ার্ড লিখে লগইন করে ফেলুন।
গ।
লগইনের পর বাড়তি কোন নির্দেশনা থাকলে সেটা অনুসরন করুন।
নাহিদাকে সাহায্য করার অন্যান্য উপায়:
২। ওয়েস্টার্ন ইউনিয়ন বা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠাতে হলে:
নাহিদার বড় ভাইর নাম ও ফোন নং
MD SHAHIDULLAH
Cell: 01911523892 / 01674175045
নাহিদার বড় ভাইকে এড্রেস করে সংযুক্ত মোবাইল নম্বরে পিন কোডটা এসএমএস করে দিতে পারেন।
৩। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে টাকা পাঠাতে হলে
সরাসরি সোনালী ব্যাংকের যে কোন শাখা হতে নিচে উল্লিখিত ব্যাংক একাউন্টে অর্থ পাঠাতে পারেন
নুর জাহান বেগম
সঞ্চয়ী হিসাব নং: ১২১০০৪০৭০০৬
সোনালী ব্যাংক লি:, ঢাবি শাখা।
Swift code: BSONBDDH
৪। যুক্তরাষ্ট্র/কানাডা থেকে সোনালী এক্সচেঙ্জের মাধ্যমে পাঠাতে হলে
যুক্তরাষ্ট্র বা কানাডায় বসবাসরতরা সোনালী ব্যাঙ্কের অঙ্গ প্রতিষ্ঠান সোনালী এক্সচেন্জও ব্যবহার করতে পারেন। তাদের ট্রান্সফার ফি কম এবং সরাসরি ব্যাংক একাউন্ট পাঠিয়ে দেবে।
Sonali Exchange নামে চেক লিখতে হবে। আলাদা কাগজে নাহিদের মায়ের ব্যাংক একাউন্ট এবং আপনার আপনার পূর্ণ নাম লিখে নিচের ঠিকানায় পাঠিয়ে দিন ।
এতে সবমিলিয়ে ৫/৬ দিন লাগবে। চেকের বদলে পোষ্ট অফিস থেকে মনি অর্ডার দিলে ব্যাংকের ২/৩ দিন ট্র্যান্সফার সময় বেঁচে যাবে।
Sonali Exchange, Manhattan Branch
211 East 43 rd Street,
Suite # 1503,
New York,
NY 10017
সবাইকে অসংখ্য ধন্যবাদ, নাহিদার জন্য শুভকামনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।