আমি মুছে দিতে চাই সব মলিনতা
ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা ভরার সময় ৮৩ লাখ টাকা ডাকাতির অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা হয়েছে। আজ সোমবার মামলাটি করেছেন অরনেট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড নামের একটি বেসরকারি নিরাপত্তা কোম্পানির উপসহকারী ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ওই নিরাপত্তা প্রতিষ্ঠানের পাঁচ কর্মীকে। জব্দ করা হয়েছে বুথের সিসি ক্যামেরার ফুটেজ।
মামলার এজাহারে বলা হয়, অরনেট সিকিউরিটি রাজধানীর একটি অংশে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ভরার জন্য চুক্তিবদ্ধ।
নিরাপত্তা প্রতিষ্ঠানটি তাদের বিশেষ নিরাপদ গাড়িতে টাকা বহন করে বুথে ভরে থাকে। গত রোববার রাতে বুথে টাকা ভরার জন্য পাঁচটি ট্রাংকে পাঁচ কোটি টাকা নিয়ে একটি মাইক্রোবাসে অরনেটের পাঁচ কর্মী বের হন। তাঁরা হলেন, গাড়িচালক আনোয়ার হোসেন, গানম্যান সুখরঞ্জন শিকদার, জ্যেষ্ঠ নির্বাহী আবদুর রউফ, নির্বাহী শফিকুল হক ও মশিউর রহমান। রাত দেড়টার দিকে গ্রিন রোড-পান্থপথ ক্রসিংয়ে ডাচ-বাংলার বুথে টাকা ভরার জন্য মাইক্রোবাসটি থামে। এক কোটি টাকা ভর্তি একটি ট্রাংক নিয়ে কর্মকর্তারা বুথের ভেতরে ঢোকেন।
বুথের মেশিনে ২০ লাখ টাকা ঢোকানো হয়। বুথের ভেতরে অবশিষ্ট তিন লাখ চার হাজার টাকাসহ মোট ৮৩ লাখ চার হাজার টাকা ট্রাংকে ভরে বের হয়ে আসেন কর্মকর্তারা। ৮৩ লাখ টাকার ট্রাংকটি মাইক্রোবাসের ব্যাকডালা (পেছনের দরজা) খুলে ঢোকানোর সময় একটি সাদা রঙের পিকআপ মাইক্রোবাসটি অতিক্রম করে। কিছুক্ষণ পর ওই পিকআপটি দ্রুতগতিতে পিছিয়ে এসে মাইক্রোবাসের পাশে দাঁড়ায়। পিকআপ থেকে ১০-১২ জন লোক লাঠিসোঁটা, রামদা হাতে নেমে এসে মাইক্রোবাসের কাচ ভাঙচুর শুরু করে।
এ সময় হামলাকারীরা মাইক্রোবাসের চালককে রড দিয়ে মেরে মাটিতে ফেলে দেয়। অস্ত্রের মুখে জিম্মি করে লুটেরারা ৮৩ লাখ টাকার ট্রাংকটি নিয়ে যায়। এ সময় গানম্যান সুখরঞ্জন দুটি গুলি করেন।
প্রথম আলো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।