আমি যদি হতাম
এই কাব্যের কবি,
হৃদয় দিয়ে এমন করে
ডাকতাম কাকে ভাবি।
হয়তো তুমি, হয়তো তুমি
‘হয়তো’ কিছুই না।
ডাকতাম যে তোমায়ই আমি
‘আমার মুক্তি’ সোনা
কান্নাকাটি, আহাজারি, বিপ্লব কতনা!
মুক্তি তবুও ডাক শোনেনা
ভাষা বোঝেনা।
ডাকার মত ডাকলে সে কি
না এসে আর পারে?
কি আর করি রুমি যে নই
তাই, অমন ডাকতে পারি না যে----
‘Come Come Come’
এসো এসো এসো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।