আমাদের কথা খুঁজে নিন

   

শত তম পোস্ট টি স্মারক হয়ে থাক টিপাইমুখ বাঁধের প্রতিবাদে...

সব ক'টা জানালা খুলে দাওনা...
বন্ধু প্রতিম রাষ্ট্রভারত ফারাক্কা বানিয়ে আমাদের এক পাশ পঙ্গু করেছে বহু আগে... এখন পদ্মার আশে পাশের ব্রিজের নীচ দিয়ে গাড়ি চলে... ও পদ্মারে...ঢেউয়ে তোর ঢেউ ওঠায়...এমনি চাঁদের আলো...এই গান আর হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম শুনে মর্ম বুঝতে পারবেনা... টিপাই মুখে ভারত বাঁধ দিয়ে এবার আমাদের অপর পাশ ও পঙ্গু করে দিতে চাইছে...আর বিস্ময় নিয়ে দেখছি যাদের আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি তাদের কর্মকান্ড... কেবল আমাদের পক্ষেই সম্ভব নাক বন্ধ করে খোলা ডাস্টবিনের পাশ দিয়ে হেঁটে গিয়ে বাসায় পৌঁছে গান ধরা...মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘড়টা জুড়ে... আর ভাল্লাগেনা...বড় কষ্ট...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।