আমাদের কথা খুঁজে নিন

   

ই-পেমেন্ট যুগে প্রবেশ করল শাবিপ্রবি

বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই প্রতিষ্ঠা লগ্ন থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের চমক দিয়ে আসছে। তথ্য প্রযুক্তিতে বিশ্ববিদ্যালয়টির আলাদা সুনাম রয়েছে। ওয়াইফাই প্রযুক্তির কারনে পুরো ক্যাম্পাস ইন্টারনেট নিয়ন্ত্রিত। বাংলাদেশের প্রথম সাইবার সিটি হিসেবে শাবিপ্রবির স্বীকৃতি গর্বের। অত্যাধুনিক কম্পিউটার ল্যাব প্রায় প্রতিটি ডিপার্টমেন্টের আছে।

ভর্তির আবেদন এখন মোবাইলে করার যে সহজ প্রকিয়া তার পথিকৃৎ শাবিপ্রবি। শাহজালাল বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে ই-পেমেন্ট প্রক্রিয়া। এখন থেকে শিক্ষার্থীরা অনলাইনে সেমিস্টার ফি, ভর্তি ফি ইত্যাদি দিতে পারবে। তাই এখন থেকে সেমিস্টার ফি, ভর্তি ফির জন্য আর লাইনে দাড়িয়ে বিড়ম্বনার শিকার হতে হবে না। ভবিষ্যতে ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য ক্যাম্পাসে যেতে হবে না।

অনলাইনে আবেদনের মাধ্যমে নির্ধারিত সার্ভিস চার্জ প্রদান সাপেক্ষে যেকোন ঠিকানায় ট্রান্সক্রিপ্ট পাওয়া যাবে। ২১শে ফেব্রুয়ারী থেকে শাবিপ্রবির ওয়েবসাইটে গিয়ে ই-পেমেন্ট দেওয়া যাবে। ইপেমেন্ট চালুর ব্যাপারে ক্রিস কম্পিউটার্স ও ডিবিবিএলের পেমেন্ট গেটওয়ের সাহায্য নেয়া হয়েছে। সুত্রঃ প্রথম আলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।