আমাদের কথা খুঁজে নিন

   

বিং(Bing) কথন (সেমি টেকি পোস্ট)

সাধারণ মানুষ

ব্লগার বন্ধুরা এত দিনে বিং(Bing) য়ের নাম নিশ্চয়ই শুনেছেন। এটা মাইক্রোসফটের বানানো নতুন সার্চ ইঞ্জিন। একথা সবারই জানা যে, সার্চ ইঞ্জিনের ব্যাবসা বেশ ভালই জমজমাট, তাই মাইক্রোসফট যে এখানে হানা দেবে তা আগেই বোঝা যাচ্ছিল। যেমন, আইপডের সাথে মোকাবেলায় তারা বাজারে ছেড়েছিল যূন। বিং এর নামের ব্যাপারে মাইক্রোসফটের বক্তব্য হল এট সহজে মনে রাখা যায়, বানান করা সহজ এবং সংক্ষিপ্ত।

মাইক্রোসফটের আগের সার্চ ইঞ্জিনকে বিং রিপ্লেস করেছে। এটা ২৮ মে ২০০৯ তে উদ্বোধন করা হয় , এটা ৩ জুন থেকে পুরোপুরি ফাংশনালি কাজ শুরু করে। যাই হোক কচ কচানি কথা বাদ দিয়ে আসল কথায় আসি। এক কথায় এর অ্যাপিয়ারেন্সে মুগ্ধ না হবার কোন কারণ নাই। এর ব্যাকগ্রাউন্ড হিসেবে ভাল কোয়ালিটির স্টক ফটো ব্যাবহার করা হয়েছে, যেটা কিনা আবার পরিবর্তনশীল।

শুধু তাই শেষ না, ঐ ছবির বিভিন্ন জায়গায় মাউস রাখলে ছোট ছোট বক্স আসে, যাতে ক্লিক করলে ঐ ছবির আরো টুকটাক ডিটেইল জানা যায়। (জ্ঞান বৃদ্ধির ভাল তরিকা )আপনি চাইলে আপনি গত দিনের বা তার আগের ছবিটাও দেখে আসতে পারেন(আপনাকে তখন অবশ্য Silverlight install করতে বলবে ) যথারীতি সার্চের ফোকাস অনুযায়ী এতে ইমেজ, ভিডিও, শপিং, নিউজ, ম্যাপ আর ট্রাভেল সিলেক্ট করার অপশন আছে। এতে আপনি টাইপ করা অবস্থাতেই সম্ভাব্য সার্চ কি ওয়ার্ড গুলো পাবেন (যেটা গুগলেও আছে) বিং এখন 'Semantic' বেজড সার্চ রেজাল্ট দেয়। Semantic টেকনোলজিকে কে বলা হয় 'অর্থ ভিত্তিক' টেকনোলজি। এটা আপনার সার্চ নিয়ে টপিক-কনসেপ্ট, তথ্য, শ্রেণী এসব নিয়া চিন্তা করে আর এদের সাথে মিল আছে এমন অনেক সোর্স থেকে ডাটা খুঁজে আনে।

এর ওয়েব সার্চের মজা হল আপনি যা সার্চ করলেন, সেই রেজাল্টের উপর মাউস রাখলে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে বলবে, তারপর আপনি পাশের দিকে আরেকটু ডিটেইল পাবেন। ইমেজ সার্চও বেশ আকর্ষণীয় লেগেছে। আপনার রেজাল্ট ইমেজের উপর মাউস রাখলেই ইমেজটা খানিকটা জুম হয়। সার্চ কোয়ালিটি একটা জটিল বেন্চমার্কিং, আমি অতটা কামেল আদমি না, তাই আমি সাফ কথায় বললাম, আমার ভাল লাগছে এটা গুগলের সাথে ভাল ফাইট দিবে, বোঝা যাচ্ছে। আপনারা হয়ত ভাবছেন, কোত্থেকে এই ব্যাটা আসছে, মাইক্রোসফটের দালালি করতে।

আসলে আমার ভাল লাগল তাই ব্লগার দের সাথে শেয়ার করলাম। ট্রাই করে দেখুন। আপানদের একটা মজার খবর দেই, বিং বাজারে আসায় মাইক্রোসফটের শেয়ার কিছুটা চাঙা হয়েছে। এটা এরই মধ্যে Yahoo! কে হটিয়ে ২ নম্বর জায়গার পৌঁছে গেছে বলে জানা গিয়েছে। http://www.cnbc.com/id/31125323 Yahoo! এর শেয়ারের মূল্য তাই নিম্মগামী [কি জানি ম্যানেজমেন্ট হয়ত মাথা চাপড়াচ্ছে, কেন যে আগের মার্জ প্রোপোজালে গেলাম না, ইস] ছবি টবি দিলাম না, http://www.bing.com থেকে ঘুরেই আসুন না হয়


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।