আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।
লগিন করলেই আমার লোগোটি সবার আগে গিয়ে বসে - বুঝতে পারি বয়স বাড়ছে। ব্লগারের পরিসংখ্যানের ঘরে দেখায় বয়স আমার ৩ বছর ৪ মাস। আর এটিই আমার ৩০১ তম পোষ্ট।
যখন প্রথম লেখা শুরু করি তখন একটা প্রচলন ছিল - সবাই ৫০তম, ১০০তম, ২০০তম পোষ্টে একটা ভাষণ দিতো ... কিংবা অভিনন্দন।
প্রথমে প্রথাটি শুরু করেছিলেন হীরক লস্কর ওরফে শোমচৌ। ভাষনগূলোতে থাকত ধন্যবাদ পর্ব, নিজের পোষ্টানোর অভিজ্ঞতা ইত্যাদি।
পঞ্চাশতম পোষ্টের ভাষণ - Click This Link
শততম পোষ্টের ভাষণ - Click This Link
দুইশততম পোষ্টের ভাষণ - Click This Link
পোস্ট করেছেন: ৩০১টি
মন্তব্য করেছেন: ৬৪১টি
মন্তব্য পেয়েছেন: ৩২৩১টি
ব্লগ লিখেছেন: ৩ বছর ৪ মাস
ব্লগটি মোট ৫৯৮২৫ বার দেখা হয়েছে
কেন ব্লগিং করি?
--------------------------------------------------------------------
এক সময় নিজের প্রতিদিনের ঘটনাগুলো নিয়ে ব্লগিং করতাম। তাই লেখার প্রচুর বিষয়ও পেতাম। নাম শোভা পেত সর্বোচ্চ ব্লগারের লিষ্টে।
এরপর ধীরে ধীরে কমিয়ে দিয়েছি। লেখাপড়ার ব্যস্ততা ছিল, চাকুরির ব্যস্ততা আবার নিজের ওয়েবসাইটগুলো দেখাশুনার ব্যস্ততা।
এখন আর নিজের কথা নিয়ে কিছু লিখি না, ওগুলো লিখে সাময়িক মনের খোরাক মিটতে পারে, কিন্তু কোনো কাজে আসবে না। তাই কাজে আসার মতো বিষয় নিয়ে ব্লগিং করি, এডসেন্স নিয়ে লিখি, সার্চ ইঞ্জিন নিয়ে লিখি, অপটিমাইজেশন পদ্ধতি নিয়ে লিখি।
বাংলাদেশে বসে ইন্টারেনেটে ব্লগিং করে পয়সা উর্পাজন করা কঠিন - কারেন্ট থাকে না, ইন্টারনেটের স্পিড কম, পেপাল নাই, ক্রেডিট কার্ড নাই।
এত নাই-য়ের মাঝেও যখন দেখি সবাই চেষ্টা করছে, তখন খুব ভাল লাগে। তাই সাধ্যমত চেষ্টা করছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ব্লগিং, এডসেন্স নিয়ে সবার মাঝ আমার অভিজ্ঞতাগুলো ছড়িয়ে দিতে। তাই আপাতত বিভিন্ন বাংলা ব্লগ সাইটগুলোতে ব্লগিং করি।
ভবিষ্যত পরিকল্পনা কি?
--------------------------------------------------------------------
আমার খুবই ইচ্ছে যে আমি সবাইকে নিয়ে একটা কমিউনিটি গড়ে তুলি যারা ইন্টারনেটের বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহী এবং এত থেকে দু'এক পয়সা কামাতে সক্ষম। কিন্তু সমস্যা হচ্ছে আমরা খুব সহজেই আগ্রহ হারিয়ে ফেলি - দু'এক দিন আমার ফোরামে প্রশ্ন - উত্তর জিজ্ঞাসা করে সদস্যরা হারিয়ে যায়।
আর ফিরে আসে না।
আর যারা এই বিষয়ে জানে তারা জ্ঞান আদানপ্রদানে আগ্রহী নয়। আমি বেশ কিছু ইন্টারনেটে সফল ব্লগারের সাইটে গিয়ে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি যেন তারা ফোরামে যোগ দেয় এবং সবার সাথে তাদের সাফল্যের গল্পগুলো শেয়ার করেন - দু'একজন বাদে কেউ যোগ দেয় নি।
কি আর করা? জুলাইয়ের শেষে হয়তো দেশে আসছি - তখন চেষ্টা করব সবাইকে নিয়ে একটি গে-টুগেদার আয়োজন করতে এবং মুখোমুখি সবার মধ্যে একটি বন্ধন সৃষ্টি করতে।
এই মূর্হুতে কি করছি?
--------------------------------------------------------------------
এখন লন্ডন সময় রাত এগারটা বেজে ৩৬ মিনিট।
ঘরের লাইট বন্ধ করে এক মনিটরে ব্লগ লিখছি আর অন্য মনিটরে বিবিসি আইপ্লেয়ারে পুরোনো অনুষ্ঠানগুলো দেখছি।
নতুন কোনো ব্লগ?
--------------------------------------------------------------------
গতকাল এক সহকর্মীর সাথে কথা হয়েছে। সে প্রসাধনী এবং ট্রাভেল নিয়ে প্রতি সপ্তাহে অন্তত দুটো করে লেখা আমাকে দিতে পারবে। তার কথার উপর ভিত্তি করে নতুন দুটো ব্লগ খুলতে যাচ্ছি। এছাড়াও হঠাত করে ইচ্ছে হল আইফোন নিয়ে একটা ব্লগ খুলতে।
এজন্য ওর্য়াডপ্রেস সেটআপ শেষ - এই পোষ্টটি শেষ হলে আজ রাতেই অন্তত দুই আর্টিকেল পোষ্ট করতে চেষ্টা করব।
তিনটি ব্লগেই থাকবে - এডসেন্স, আমাজন এফিলিয়েট লিংক, ক্লিকব্যাংক এফিলিয়েট লিংক এবং কখনও কখনো ব্যানারকানেক্টের ব্যানার।
আমার আসলে দুটো মোবাইল ফোন - আইফোন আর ব্ল্যাকবেরী ৮৯০০ আর ফোনগুলো নিয়ে ঘাটাঘাটিও প্রচুর হয়। তাই ফোনের ব্লগগ পরিচর্যা কঠিন হবে না। আর যদি আইফোনের ব্লগে সফলতা পাই তাহলে ব্ল্যাকবেরী নিয়েও
ব্লগ খুলতে পারি।
সর্বশেষে নিজের কথা
---------------------------------------------------------------------
পড়াশুনা শেষ হয়েছে গত বছরের শেষে - মাষ্টার্সে distinction পেয়েছি, সাথে আমার প্রজেক্ট ডিপার্টমেন্টের সেরা প্রজেক্টে সম্মানিত হয়েছে। আপাতত একটি প্রতিষ্টানে ওয়েব ডেভেলপার হিসেবে আছি - অন্য জায়গায় যাওয়ার পরিকল্পনা নাই।
এই দেশে থেকে যাওয়ার পরিকল্পনা নেই। ২০১০ এ ভিসা শেষ হয়ে যাবে - হয়তো দেশে ফেরত আসব, চিরদিনের জন্য।
লম্বা পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ ... শুভেচ্ছা রইল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।