আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার অবসর নেবার দিন। হয়তো আমার স্থানে আসবে আবার নতুন কোন পথিক

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...

কি একটা ভালোবাসাই না হয়েছিল তার প্রতি আমার...... এখন ও তার প্রতি ভালোবাসার আমার কোন কমতি নেই... কোনদিন হয়তো হবেও না.......................... সম্পর্কতাটাতো আর একটিদেন না !!!!!!!!!!!!!!!!!!!! ১৪ বছরের সর্ম্পক................................ আজ থেকে প্রায় ১৪ বছর আগে ১৯৯৫ সালের জানুয়ারী মাসের একটি দিন.... কত তারিখ তা ঠিক মনে পড়ছেনা....মনে না পরাড়ি কথা তখন আমি অনেক ছোট। মায়ের হাত ধরে প্রথম প্রবেশ করেছিলাম সেখানে............ ঘারে ছিল ব্যাগ, হাতে পানির পট....................... হ্যা এটি আমার স্কুলের প্রথম দিনের কথা.................. আজ দেখতে দেখতে অনেক দিন চলে গেছে.................. পরিবেশ,পরিস্থিতি, আকার প্রকৃতি একমন কি আমি নিজেও আজ অনেক পরিবর্তীত আমি আমার শিক্ষা জীবনের একমাত্র স্কুল ও কলেজ---- ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর এর কথা বলছি....... সেই নার্সারি,কেজি ওয়ান........থেকে ইন্টার............. দেখতে দেখতে কেটে গেল ১৪টি বছর..................... এরি মাঝে কত স্মৃতি কত দুঃখ কত কষ্ট কত আনন্দ ভাগ করেছি তার সাথে আনুষ্ঠানিক ভাবে বিদায় আমাদের কে অনেক আগে দিলেও নানান কারণে মুলা ধুলা সম্পর্ক ছিল আমাদের স্কুল/কলেজ এর সাথে.... আর আজ......................................... শেষ ট্রায়াল ক্লাশের মাধ্যমে শেষ হলৈ গেল সেই শেষ সম্পর্ক টুকুও.. আজ থেকে আমি আর ঐ প্রতিষ্ঠানের ছাত্র নয়................ এখন থেক আমার পরিচয় আমি ঐ প্রতিষ্টানের ছাত্র ছিলাম....... কি একটা ভালোবাসা.................................... ভাবতে সত্যিই ঈদ ঈদ লাগতেছে........................... কি একটা ভালোবাসা, কি একটা কান্ড. দেখতে দেখতে সব কেন, এমন হয়ে গেল. চাঁদ আছে চাঁদের মতই, সূর্য সূর্যের মত। মাঝ থেকে মানুষ গুলো, শুধুই বদলে গেল। ;(

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।